Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৬, ২০২৩

সংসদে স্মোক বম্ব হামলাকাণ্ডের অন্যতম চক্রী মহেশ গ্রেফতার

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদে স্মোক বম্ব হামলাকাণ্ডের অন্যতম চক্রী মহেশ গ্রেফতার

সংসদে স্মোক বম্ব কাণ্ডে এবার মূল চক্রী ললিত ঝার বন্ধু মহেশ কুমাওয়াতকে গ্রেপ্তার করা হল দিল্লি পুলিশ। এই নিয়ে সংসদ হামলায় এফনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হল।

মহেশ অবশ্য মূল অভিযুক্ত ললিত ঝার সঙ্গেই গত বুধবার গভীর রাতে দিল্লির পার্লামেন্ট হাউস থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তখন ললিতকে গ্রেপ্তার করা হলেও মহেশকে গ্রেপ্তার করা হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে দিল্লি পুলিশ। বুধবার রাত থেকে হাজতেই ছিলেন মহেশ। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গোছে।

দিল্লি পুলিশের দাবি মহেশ সংসদে স্মোক বম্ব  হামলার অন্যতম চক্রী। সাংসদের সই করা পাস থাকায় লোকসভার ভিতরে তাণ্ডবের দায়িত্ব দেওয়া হয় সাগর শর্মা ও মনোরঞ্জন ডিকে। বাইরে বিক্ষোভ দেখানোর দায়িত্ব ছিল কৈলাস ও মহেশের। তবে তারা গুরুগ্রামে বিশাল শর্মার বাড়িতে, যেখানে আগের দিন রাতে হামলাকারীরা ছিল, সেখানে সময় মতো না পৌঁছনোয় শেষ মুহূর্তে সেই দায়িত্ব দেওয়া হয় অমল ও নীলমকে। যদিও প্রথমে ঠিক ছিল কৈলাস ও মহেশ কোনওভাবে ব‌্যর্থ হলে তবেই অমল ও  নীলমকে এই দায়িত্ব নিতে হবে।

জানা গেছে, মহেশ সংসদে না গেলেও পরে মূল চক্রী ললিতের সঙ্গে সঙ্গেই সে ছিলেন। অভিযোগ, ললিতকে প্রমাণ লোপাটে সাহায্য করেছিলেন মহেশ। এমন কী ললিত যখন হামলার রাতে রাজস্থানে গেলেন, সেদিন রাজস্থানে তাঁকে থাকতেও সাহায্য করেছিলেন এই মহেশ। প্রায় দেড়দিন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার তাঁকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!