Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৯, ২০২৪

দিল্লির সরকারি বাংলো খালি করলেন মহুয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লির সরকারি বাংলো খালি করলেন মহুয়া

তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র তাঁর দিল্লির সরকারি বাংলো খালি করে দিলেন। গত বছরের ডিসেম্বরে লোকসভা সাংসদ হিসাবে বহিষ্কৃত মৈত্রকে সম্প্রতি এস্টেট অধিদপ্তর বা ডিওই থেকে একটি উচ্ছেদের নোটিশ পাঠানো হয়।

প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে তাঁর সরকারি বাসস্থান থেকে উচ্ছেদ করার জন্য শুক্রবার এস্টেট অধিদপ্তরের তরফে একটি দল মহুয়ার বাংলোয় আসে।

এদিকে গত বৃহস্পতিবার, মহুয়া মৈত্র এস্টেট অধিদপ্তরের নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গেলেও আদালত মহয়ার আবেদন খারিজ করে দেয়। যার ফলে ডিওই নোটিশ স্থগিত করতে অস্বীকার করে এবং তাঁকে সরকারী বাংলো খালি করতে বলে।

দিল্লি হাইকোর্টের বিচারপতি গিরিশ কাঠপালিয়া বলেছেন, আদালতকে এমন কোনও ক্ষমতা দেওয়া হয়নি যার বলে বহিষ্কৃত কোনও সাংসদ তাঁদের জন্য এস্টেট অধিদপ্তরের নোটিশের বিরুদ্ধে আদালতের সহায়তা পেতে পারেন।

মহুয়া মৈত্রকে লোকসভা থেকে লোকসভার এথিক্স কমিটি সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে বহিষ্কার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে উপহার গ্রহণ করেছেন এবং তাঁর সাথে সংসদের ওয়েবসাইটের ব্যবহারকারীর আইডি এবং পাসওয়ার্ড আদানপ্রদান করে “অনৈতিক আচরণ” করেছেন, এই অভিযোগের ভিত্তিতেই লোকসভার এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করে এবং সংসদ থেকে বহিষ্কার করে, তার জেরেই এবার বাংলো ছাড়তে হল মহুয়াকে।

লোকসভার এথিক্স কমিটির প্যানেল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত শুরু করে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। নিশিকান্ত দুবের অভিযোগ ছিল, মহুয়া  মৈত্র লোকসভায় ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে প্রশ্ন করেছেন আদানি গ্রুপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে, বিনিময়ে তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে উপহার সামগ্রী নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!