- দে । শ প্রচ্ছদ রচনা
- অক্টোবর ৩১, ২০২৩
কেন্দ্র তাঁদের আইফোন হ্যাক করতে চায়, তথ্য সহ বিস্ফোরক এমনই অভিযোগ করলেন সাংসদ মহুয়া মৈত্র, প্রিয়াঙ্কা চতুর্বেদী, শশী থারুর এবং আসাদুদ্দিন ওয়েসি !
মঙ্গলবার সকালে তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে।
So far list of INDIAns that @HMOIndia have tried to hack have been myself, @yadavakhilesh,@raghav_chadha @ShashiTharoor @priyankac19 @SitaramYechury @Pawankhera & others in office of @RahulGandhi .
This is worse than Emergency. India is being run by low life Peeping Toms.
— Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁর পোস্টে লিখেছেন, তাঁর আইফোন হ্যাক করতে চায় মোদি সরকার, অ্যাপ্ল সংস্থার তরফে এই মর্মে তাঁর ফোনে তেমনই একটি সতর্কবার্তা এসেছে। মহুয়া মৈত্র তাঁর এই অভিযোগের প্রমাণ প্রমাণ স্বরূপ অ্যাপ্লের তরফে তাঁর ফোনে আসা সেই সতর্কবার্তা মা মাসেজে এবং ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন। ওই সতর্কবার্তায় লেখা রয়েছে, “রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা আপনাকে লক্ষ্য বা টার্গেট করেছে। অ্যাপ্ল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন— সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই ‘টার্গেট’ করেছে।’’
Received text & email from Apple warning me Govt trying to hack into my phone & email. @HMOIndia – get a life. Adani & PMO bullies – your fear makes me pity you. @priyankac19 – you, I , & 3 other INDIAns have got it so far . pic.twitter.com/2dPgv14xC0
— Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023
তবে শুধু মহুয়া মৈত্রের কাছে এই ফোন হ্যাক সংক্রান্ত সতর্কবার্তা এসেছে সেটা নয়। রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাংসদ শশী থারুর, সাংসদ আসাদুদ্দিন ওয়েসির কাছেও তাঁদের ফোন রাষ্ট্রচালিত হ্যাকারদের দ্বারা হ্যাক করার সতর্ক বার্তা এসেছে। তাঁরাও তাদের কাছে কাছে অ্যাপ্ল সংস্থার তরফে সতর্কবার্তার স্ক্রিনশট তাঁদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘটনার কথা জানিয়েছেন।
VIDEO | “I’ve been an Apple user for the last 20 years, but never have I ever received a message warning about a state-sponsored attack. You can understand how flustered the central government that it is doing a surveillance on opposition leaders,” says Shiv Sena (UBT) leader… pic.twitter.com/MD01tjd203
— Press Trust of India (@PTI_News) October 31, 2023
মহুয়া মৈত্রর কাছে অ্যাপ্ল থেকে পাঠানো সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, ‘‘এই রাষ্ট্র পরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’’
ইমেল এবং মেসেজে এই বার্তা পেয়ে তার স্ক্রিনশট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার আমার ফোন এবং ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপ্ল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি।’’ পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রক, আদানি এবং প্রধানমন্ত্রীর দফতরকে উল্লেখ করে মহুয়া আরও লিখেছেন, ‘‘আপনাদের ভয় দেখে আমার আপনাদের প্রতি করুণা হচ্ছে।’’ পাশাপাশি তিনি লিখেছেন, “এটা জরুরি অবস্থার চেয়েও খারাপ। কম ও অদক্ষদের দ্বারা পরিচালিত হচ্ছে ভারত।”
এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, মহুয়া মৈত্র যে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তাঁর মুখ বন্ধ করার জন্য করা হয়েছে এবং এটা যে গৌতম আদানীকে রক্ষা করার জন্য নরেন্দ্র মোদির সরকারের চক্রান্ত সেই অভিযোগটি স্পষ্ট হয়ে যাচ্ছে। কোনও রাষ্ট্রের সরকার কোনও সাংসদের মোবাইল হ্যাক করবে কেন? পাশাপাশি সেই প্রশ্নও উঠছে।
এর আগে বিরোধী দলের তরফে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে তাদের সমস্ত তথ্য গোপনে নিয়ে নেওয়া হচ্ছে। এটা এক ধরণের গুপ্তচরবৃত্তি। এই পেগাসাসকান্দ নিয়ে সারা দেশে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছিল। বলা হয়েছিল, বিরোধী দলের নেতানেত্রীদের ইসরায়েলি সাইবার আর্মস সংস্থা বা এনএসও গ্রুপ দ্বারা নির্মিত একটি স্পাইওয়্যার, যার নাম পেগাসাস, যা গোপনে মোবাইল ফোনের আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বেশিরভাগ নতুন ফোনের ভার্শনে গোপনে যুক্ত করে ইনস্টল করানো হয়েছিল গুপ্তচরবৃত্তির জন্য। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ২৫ কোটি টাকায় পশ্চিমবঙ্গ সরকারকে পেগাসাস বিক্রি করতে এসেছিল পেগাসাস কোম্পানি। পুলিশের কাছে ২৫ কোটি তাকে এই সফটওয়্যার কেনার জন্য প্রস্তাব দেয় সেই কোম্পানি।
❤ Support Us