Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৯, ২০২৪

রাষ্ট্রপুঞ্জে সম্মানিত রাধিকা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রপুঞ্জে সম্মানিত রাধিকা

দুর্দমনীয় গতিতে এগিয়ে চলেছে ভারতীয় নারী শক্তি। সে শুধু আটকে নেই গৃহস্থালির পিঞ্জরে। আটকে নেই সমাজের বন্ধনে। সে এখন দুর্বার। সমাজের নানা ক্ষেত্রে সে এগিয়ে চলেছে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে। এমনকি যুদ্ধের ময়দানেও সে দেখিয়েছে নিজের বীরত্ব। আজ রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে সেই স্বীকৃতি আবার গাইল নারীশক্তির জয়গান।

মেজর রাধিকা সেন। নামে রাধিকা, কিন্তু কর্মক্ষেত্রে সাক্ষাৎ দেবী দুর্গা। আজ রাষ্ট্রপুঞ্জের মহা সচিব অ্যান্টনিও গুয়েতেরেস তাঁর নাম ঘোষণা করলেন ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড’-এর প্রাপক হিসেবে। মেজর রাধিকা রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্যা।রাধিকার নাম  ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জের মহা সচিব বলেছেন, ‘উনি একজন সত্যিকারের লিডার ও রোল মডেল।’ তিনি আরও বলেন, এই সম্মান সমস্ত শান্তিরক্ষীদের কঠোর পরিশ্রমের পুরস্কার। এটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। লিঙ্গ সংবেদনশীলতা বজায় রেখে শান্তিরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র আমাদের নারীদের একার দায় নয়।’ যদিও রাধিকার আগে ২০১৯ সালে এই সম্মান পেয়েছেন দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনের দায়িত্বে থাকা ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি। মহিলা ও বালিকাদের যৌন নির্যাতনের থেকে রক্ষা করে তাঁদের নিরাপত্তা দানের স্বীকৃতী স্বরূপ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ এই পুরস্কার দিয়ে থাকে।

রাধিকার জন্ম হিমাচল প্রদেশে ।বায়োটেকনোলজিতে স্নাতক হওয়ার পর আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান। এরপর ২০১৬ সালে যোগ দেন ভারতীয় সেনায়। সেখান থেকে রাষ্ট্রসংঘের শান্তিবাহিনীর সদস্য হয়ে তিনি শিশু এবং মহিলাদের হয়ে কাজ করেন। গত বছর রাষ্ট্রসংঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (মোনুস্কো) সদস্য হন। এই  বছরের এপ্রিল মাস পর্যন্ত মোনুস্কোর ইন্ডিয়ান র‌্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্বে ছিলেন  রাধিকা।

রাধিকা সেন হন বা সুমন গাওয়ানি , নারী মানে এখন আর কবির কল্পনায় অর্ধেক মানবী ,অর্ধেক কল্পনা  নয়। এখন সে ঝঞ্ঝা, সে ঘূর্ণি,
সে  পথ-সমূখে যাহা পায় যায় চূর্ণি…


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!