Advertisement
  • দিন-দুনিয়া
  • নভেম্বর ১০, ২০২১

পাক ক্রিকেট বোর্ডের কর্তাকে বিয়ে করেই মালালার পোস্ট, আজ আমার জীবনের এক অমূল্য দিন।

আরম্ভ ওয়েব ডেস্ক
পাক ক্রিকেট বোর্ডের কর্তাকে বিয়ে করেই মালালার পোস্ট, আজ আমার জীবনের এক অমূল্য দিন।

বিশেষ হৈ-চৈ না করে ব্রিটেনের বার্মিংহামে বিয়ে সারলেন মালালা ইউসুফজাই।পাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার আসের মালিক। মালিকের সঙ্গে তাঁর আলাপ দীর্ঘদিনের। পাত্র-পাত্রীর পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে। চিরাচরিত ঐতিহ্য মেনে। ২৪ বছর বয়সী নেবেলজয়ী মালালা জানিয়েছেন, আজ তাঁর জীবনের একটি মূল্যবান দিন। জীবনের জন্য আসের এবং আমি একত্রিত হয়েছি । বিয়ের ছবি পোস্ট করেছেন মালালা। তাতে দেখা যাচ্ছে বরে-কনের সাজে দারুণ সেজেছেন নবদম্পতি।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!