Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৪, ২০২৪

মালয়েশিয়া মাস্টার্স খেতাব জয়ের দিকে আরও একধাপ এগোলেন সিন্ধু

আরম্ভ ওয়েব ডেস্ক
মালয়েশিয়া মাস্টার্স খেতাব জয়ের দিকে আরও একধাপ এগোলেন সিন্ধু

চোট থেকে ফিরে এসে দুর্দান্ত ছন্দে পিভি সিন্ধু। মালয়েশিয়া মাস্টার্স জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন। প্রতিযোগিতার শীর্ষ বাছাই চীনের হান ইউকে হারিয়ে মালয়েশিয়া মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন ভারতের এই মহিলা ব্যাডমিন্টন তারকা। সিন্ধুর জয় অবশ্য সহজে আসেনি। সেমিফাইনালের ছাড়পত্র পেতে রীতিমতো তাঁকে ঘাম ঝড়াতে হয়েছে। সিন্ধু এগোলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন অস্মিতা চালিহা।
বিশ্বের ১৫ নম্বর তারকা সিন্ধু এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এই হান ইউয়ের কাছে শেষ সাক্ষাৎকারে হেরেছিলেন। এদিন মালয়েশিয়া মাস্টার্সে মধুর প্রতিশোধ নিলেন। ৫৫ মিনিট ধরে দারুণ লড়াই হয়। ২১–১৩ ব্যবধানে প্রথম গেম জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমে দারুণভাবে খেলায় ফিরে আসেন হান ইউ। ২১–১৪ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় গেমে ২১–১২ ব্যবধানে হানকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে যান সিন্ধু। সেমিফাইনালে তিনি খেলবেন ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদানি  ও থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের মধ্যে জয়ীর বিরুদ্ধে।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেল অস্মিতা চালিহার দৌড়। কোয়ার্টার ফাইনালে চীনের ষষ্ঠ বাছাই ঝাং ই ম্যানের কাছে ২১–১০, ২১–১৫ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!