- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১, ২০২৩
যুব বিশ্বকাপে তৃতীয় স্থান মালির। তিন গোলে হার আর্জেন্টিনার
দিয়েগো মারাদোনা, মারিও কেম্পেস, ড্যানিয়েল পাসারেল্লা, বাতিস্তুতা, ক্যানিজিয়া, লিওনেল মেসির মতো বিশ্বসেরা ফুটবলার উঠে এসেছে আর্জেন্টিনা থেকে। বড়দের বিশ্বকাপে তিন–তিনবার চ্যাম্পিয়ন। যুব বিশ্বকাপে আশা জাগিয়েও এখনও পর্যন্ত কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। এমনকি ফাইনালেও উঠতে পারেনি। এবার সুযোগ ছিল। কিন্তু দুরন্ত ফুটবল উপহার দিয়ে জার্মানির কাছে সেমিফাইনালে টাইব্রেকারে হারতে হয়েছিল। এবার মালির কাছেও হেরে তৃতীয় স্থানও পেল না আর্জেন্টিনা। আফ্রিকার এই দেশটির কাছে আর্জেন্টিনার হার ৩–০ ব্যবধানে।
তৃতীয় স্থানের লড়াইয়ে মালির বিরুদ্ধে নিজেদের একেবারেই মেলে ধরতে পারেনি আর্জেন্টিনা। হয়তো সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেও টাইব্রেকারে পরাজয় মন থেকে মেনে নিতে পারেনি এভেচেরিরা। ম্যাচের ৯ মিনিটেই ইব্রাহিম দিয়ারার গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধের একেবারে শেষলগ্নে ২–০ করেন মামাদু দুম্বিয়া। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দ্রুতই ব্যবধান বাড়ায় মালি। ৪৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন হামিদু মাকালু। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতে প্রি–কোয়ার্টার ফাইনালে উঠে এসেছিল আর্জেন্টিনা। শেষ ষোলোর লড়াইয়ে ভেনেজুয়েলাকে ৫–০ ব্যবধানে উড়িয়ে দেন এভেচেরিরা। এরপর কোয়ার্টার ফাইনালে হারায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে। ম্যাচের ফল ছিল ৩–০। ব্রাজিলের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করেন এভেচেরি। সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে নির্ধারিত সময়ে ৩–৩ ড্র রাখে আর্জেন্টিনা। টাইব্রেকারে ৪–৩ গোলে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায়। অন্য সেমিফাইনালে মালিকে ২–১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ফ্রান্স। শনিবার ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামে হবে ফ্রান্স–জার্মানি ফাইনাল অনুষ্ঠিত হবে।
❤ Support Us