- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ৪, ২০২৩
৬ ডিসেম্বর জোট বৈঠক, অনিশ্চিত মমতার উপস্থিতি
আগামী ৬ ডিসেম্বর, বাবরি মন্দির ধ্বংসের দিন “ইন্ডিয়া” জেটের বৈঠক ডাকার কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে আগামী ৬ ডিসেম্বর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে যাওয়ার কথা, ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে তাঁর কর্মসূচি। ১২ তারিখ কর্মসূচি সেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরার কথা। তাই ইন্ডিয়া জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া এক কথায় নিশ্চিত নয়। তাছাড়াও তৃণমূল সূত্রে জানা গেছে রবিবার রাত পর্যন্ত খাড়গের কাছ থেকে ৬ ডিসেম্বরের ইন্ডিয়া জোটের বৈঠক সংক্রান্ত কোনও ফোন আসেনি।
তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেতে না পারলে ওই দিনের বৈঠকে তৃণমূলের হয়ে কে যোগ দেবেন সেটা এখনো ঠিক হয়নি। ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। তবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬ ডিসেম্বরে বৈঠকে উপস্থিত হওয়া অনিশ্চিত জানা গেলেও এখনওনজানা যায়নি ইন্ডিয়া জোটের কোন কোন শরিক ৬ডিসেম্বর বৈঠক হলে তাতে যোগ দিতে পারবেন। এখনও জানা যায়নি ইন্ডিয়া জোটের বৈঠক ৬ ডিসেম্বর হলে তা কোথায় হবে।
তবে ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর দিকে মেনে নিলেও রবিবার তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবি, বিজেপির উত্থান ইন্ডিয়া জোটের শরিকদের কংগ্রেসের জোটে নেতৃত্ব দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে যে ভাবাচ্ছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কেন না কংগ্রেস পাঁচ রাজ্যের মধ্যে তেলেঙ্গানা বাদে কোনও রাজ্যেই ইন্ডিয়া জোট শরিকদের প্রচারে ডাকেনি, পাত্তা দেয়নি। ইন্ডিয়া জোর শরিকদের বক্তব্য কংগ্রেসের এই আচরণের ফলে বিজেপি লাভ হয়েছে। ভোট ভাগ হয়েছে। এদিকে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম শর্ত দিয়ে বলেছিলেন, ভোট যেন ভাগ না হয়। তাই তিনি সারা দেশে, লোকসভা নির্বাচনে, বিজেপির প্রার্থীদের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের একজন প্রার্থীকে দাঁড় করাবার পক্ষে সওয়াল করে চলেছেন। কোনও ভাবেই ভোট ভাগ হয়ে যাক সেটা তিনি চাননি। কাজেই এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটেট প্রথম বৈঠকে রাহুল গান্ধিকে যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়ে এগিয়ে দিয়েছিলেন ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ নেতা হিসাবে সেই অবস্থানে এখন তৃণমূল থাকে কিনা সেটাই দেখার।
❤ Support Us