Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২, ২০২২

তৃণমূলের চেয়ারপার্সন পদে আবার প্রতিদ্বন্দ্বিতাহীন মমতা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলের চেয়ারপার্সন পদে আবার প্রতিদ্বন্দ্বিতাহীন মমতা ।

তৃণমূলের চেয়ারপার্সন পদে পুনঃনির্বাচিত হওয়ার পরেই আবার রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । ধনকড়ের নাম উচ্চারণ না করেই বললেন, যিনি নিজেকে সবজান্তা মনে করেন তাঁর এটাও জানা নেই যে মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া যখন খুশি উচ্চপদস্থ আধিকারিকদের তলব করা যায় না। শুধু তাই নয়, রাজ্যপালকে ‘ঘোড়ার পাল’ বলে কটাক্ষ করলেন মমতা।

বুধবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপার্সনের পদে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়। আর এই মঞ্চেই প্রকট হয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত। রাজ্যপালকে সরানো নিয়ে সরব হয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রীর দরবারেও নালিশ জানিয়েছেন সৌগত রায়। ওই প্রসঙ্গ টেনে এদিন মমতা বললেন, ‘মা ক্যান্টিন চলছে, মানুষ ৫ টাকায় খাবার পাচ্ছে, এতেও সমস্যা। বারবার জিজ্ঞেস করবে, কে সিদ্ধান্ত নিল, কী করে হল। জীবনে তো কখনও কাউন্সিলরও হওনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!