- প্রচ্ছদ রচনা
- মে ১২, ২০২২
বাংলায় হবে আরও অনেক জেলা? কী জানালেন মুখ্যমন্ত্রী ?

পশ্চিমবঙ্গে কি যুক্ত হতে চলেছে আরও জেলা? সেই সম্ভাবনার কথাই শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবনির্মিত টাউন হলের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ডব্লুবিসিএস অফিসারদের জন্য জয়েন্ট, অ্যাডিশনাল সেক্রেটারির পোস্ট বাড়িয়েছি। আরও নতুন করে ডব্লুবিসিএর-এর কোটা বাড়াতে হবে। দরকার হলে আমরা জেলা বাড়াব। আইএএস অফিসারদের সংখ্যাও বেড়েছে।’
এরপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘কিন্তু প্রয়োজন মত আমরা সব পাচ্ছি না। তাই আমরা জেলা বাড়াতে পারছি না। আমরা জেলা বাড়াতে চাই। চাকরি জীবনের শেষ দিকে যখন আপনারা যাচ্ছিলেন, তখন আপনাদের ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে বলে শুনলাম। ইনক্রিমেন্ট-এর ঊর্ধ্বসীমাতে পৌঁছানোর পর ১০ হাজার টাকা করে ইনক্রিমেন্ট পাবেন।’
মমতা বলেন, আরও ডব্লিউবিসিএস অফিসারদের জেলাশাসকদের পদে নিযুক্ত করা হবে। ডব্লিউবিসিএস অফিসার, জেলাশাসকদের এবং এসডিও-দের সমান স্পেশ্যাল অ্যালাউয়েন্স দেওয়া হবে। ডব্লিউবিসিএস অফিসাররা চাকরি থাকাকালীন মাইনের স্কেলের ঊর্ধ্বসীমায় পৌঁছে গেলে ১০ হাজার টাকা করে স্পেশাল অ্যালাউয়েন্স পাবেন। ডব্লিউবিসিএস অফিসারদের বিভাগীয় প্রধান সেক্রেটারি পদে নিযুক্ত করা হবে। ডব্লিউবিসিএস অফিসারদের জন্য প্রতি বছর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হবে।’
ডব্লিউবিসিএস অফিসারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারাই সরকারের আসল মুখ। অনেকেই অনেক পোস্টে কাজ করেন। আপনাদের মধ্যে অনেকে ভালো কাজ করছেন। তিনজন ডিএম খুব ভালো কাজ করেছেন। আজ ২৩ টি জেলা। আগামী দিনে ৪৬ টি জেলা হতে পারে। বিহারকে দেখুন। ওদের কত গুলো জেলা। আমাকে ভাগ করতে গেলে আমার কর্মী সংখ্যা চাই। পরিকাঠামো থাকলেও অফিসার নেই।
ডব্লুবিসিএস অফিসারদের যাঁরা সিনিয়র মোস্ট সেক্রেটারি হিসেবে কাজ করছেন, তাঁদের বিভাগীয় সেক্রেটারি করা হবে। আমি ঘোষণা করছি। আইএএস-ডব্লুবিসিএস অফিসারদের মধ্যে যাতে কোনও বৈষম্য না হয়। ডব্লুবিসিএস-অফিসার দের প্রতি বছর হেলথ চেক আপ করা হবে।’
❤ Support Us