Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ১৯, ২০২২

মানুষকে কাজ দিয়ে চমকাতে হবে, ধমকানি দিয়ে নয়’‌, কড়া বার্তা দিলেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
মানুষকে কাজ দিয়ে চমকাতে হবে, ধমকানি দিয়ে নয়’‌, কড়া বার্তা দিলেন মমতা

মানুষকে কাজ দিয়ে চমকাতে হবে, ধমকানি দিয়ে নয়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের কর্মীসভা থেকে এই ভাষাতেই দলীয় কর্মীদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান । যাঁরা বাংলাকে বদনাম করার চেষ্টা করছে তাঁদের হার নিশ্চিত। ঠিক কী নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী?‌ পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে গ্রাম পঞ্চায়েতকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ‘‌মানুষের কাজ ফেলে রাখবেন না। বর্ষা আসার আগে টেন্ডার করে কাজ শুরু করুন। বর্ষা এলে কাজ হবে না। তারপর পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে দেব। ভোটের আগেই কাজ শেষ করুন। মানুষকে কাজ দিয়ে চমকাতে হবে, ধমকানি দিয়ে নয়। শুধু গ্রাম পঞ্চায়েত নয়, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকেও দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, কাজ ফেলে রাখবেন না। কাজ করুন চটপট।’
বর্তমানে শেষকৃত্য সম্পন্ন করার জন্য ২ হাজার টাকা করে দেওয়ার প্রকল্প ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই প্রসঙ্গ তুলে এদিন ঝাড়গ্রাম সহ গোটা রাজ্যবাসীর প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ‘কাউকে কবর দিতে হলে বা কফিন দিতে হলে বা দাহ করতে হলে ২ হাজার টাকা পাওয়া যায়। কেউ যদি তার থেকে এক পয়সা কম দেন, আপনারা নেবেন না। যদি কেউ কম টাকা দেয়, তাহলে সরাসরি আমাকে চিঠি লিখুন। জেলাশাসককে চিঠি লিখবেন। থানায় তার বিরুদ্ধে এফআইআর করবেন। তারপর যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। প্রশাসন কঠোর পদক্ষেপ করবে।’‌

কাটমানি নিয়ে কড়া হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের বিনা পয়সায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোরও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী । এছাড়া আগামী ২১ মে থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। এখনও পর্যন্ত যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি, তাঁদের দুয়ারে সরকার শিবিরে আবেদন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যাঁরা বিভিন্ন প্রকল্পে আবেদন করতে পারছেন না, ফর্ম ফিলাপ করতে পারছেন না, তাঁদের সাহায্য করুন। দুয়ারে সরকারে ফর্ম ফিলাপ বিনা পয়সায় করে দেবেন। কেউ এক পয়সা নেবেন না। এটা আমাদের সামাজিক দায়িত্ব।’


❤ Support Us
error: Content is protected !!