Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৮, ২০২৪

বয়স নয়, অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ।গঙ্গাসাগর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
বয়স নয়, অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ।গঙ্গাসাগর থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

সোমবার গঙ্গাসাগরের সরকারি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণদের পক্ষেই সওয়াল করলেন। তবে তিনি সরকারি পদে প্রবীণদের উপযোগিতার উদহারণ হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়, হরিকৃষ্ণ দ্বিবেদী এবং ভগবতী প্রসাদ গোপালিকার উদহারণ টানলেন। এই তিন জনের কথা বলতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা কিন্তু যাঁরা যোগ্য লোক তাঁদের ৬০ বছরে বিদায় দিই না। আমরা তাঁদের কাজকর্ম, অভিজ্ঞতা কাজে লাগাই।’’ এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা বিরল ব্যাপার হয়েছে।’’ পাশে দাঁড়িয়ে থাকা বর্তমান মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিককে দেখিয়ে তিনি বলেন, ‘‘এক সঙ্গে তিন জন কাজ করছেন। দু’জন প্রাক্তন, এক জন বর্তমান মুখ্যসচিব।’’

রবিবার ফলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলেছেন, তিনি মনে করেন, সব পেশার মতো রাজনীতিতেও অবসরের একটা বয়স থাকা উচিত। তারপর তিনি নিজের উদহারণ টেনে বলেন, তাঁর যা বয়স সেই বয়সে তিনি নবজোয়ার যাত্রা করতে পেরেছেন। আজ থেকে ২০ বা ৩০ বছর পর তিনি ক আজকের মতো করে সেই কাজ করতে পারবেন?

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে যতবার দলে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে মুখ খুলেছেন, তার ঠিক পরেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনও না কোনও ভাবে প্রবীণদের অভিজ্ঞতা, গুরুত্ব, যোগ্যতাকে সমর্থন করে কথা বলেছেন। পাশাপাশি নবীনদের জায়গা দেওয়ার কথা বলেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলছেন, রাজনীতিতে অবসরের বয়স সব পেশার মতোই থাকা উচিত। তবে এই বিতর্কে বারবার অভিষেকের থেকে ভিন্ন সুরেই কথা বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!