- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ৩০, ২০২৩
অমর্ত্য সেনের বাড়িতে মমতা। অর্থশাস্ত্রীর হাতে তুলে দিলেন জমির নথি। আশ্বাস, প্রগাঢ় প্রজ্ঞার নিরাপত্তায় জেড ক্যাটাগরি
বিশ্বভারতী নিয়ে উদ্বেগ, গৈরিকীকরণ নয়-- মমতার কড়া বার্তা অবিশ্বাসের বাস্তবকে।

বোলপুরের শান্তিনিকেতন সফরের মধ্যে নির্দিষ্ট সময় বের করে ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বিশ্ববরেণ্য অর্থশাস্ত্রী আর দার্শনিক অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ নস্যাৎ করে অমর্ত্যের হাতে ‘বিতর্কিত’ জমির নথিপত্র অমর্ত্যের হাতে তুলে দিয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, ওঁর যেন কোনো অসুবিধা না হয়, তা দেখতে হবে। সামনেই তখন উপবিষ্ট প্রগাঢ় প্রজ্ঞার অর্থশাস্ত্রী। পাশেই ভিড় করে দাঁড়িয়ে আছেন প্রতীচি ট্রাষ্টের বহু সদস্য আর প্রশাসনের কর্তাব্যক্তিরা। মমতা শুনিয়ে শুনিয়ে পড়ে গেলেন জমির পরিমাণ এবং অন্যান্য তথ্য। স্পষ্ট ভাষায় জানালেন, সেন পরিবারকে ১২৫ + ১৩ = ১৩৮ একর জমি দিয়েছিল ভূমি সংস্কার দফতর। আজ সে জমিকে কেন্দ্র করে ওঁর মতো মানুষকে অসম্মান করা হচ্ছে। এ জমির অধিকার ওঁরই। জমির দলিলপত্র জোগাড় করে তারই ভিত্তিতে প্রকাশ্যে এ বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের জানিয়েছেন, শান্তিনিকেতনের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। রাজীব গান্ধীর জমানায়,পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও এখানে এসেছি। এখানকার পরিবেশকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। বিশ্বভারতীর গৈরিকীকরণ চলবে না। রবীন্দ্রনাথের মুক্তচিন্তার আদর্শে, রবীন্দ্রনাথের চোখেই এই প্রতিষ্ঠানকে সম্মান করি।
অমর্ত্য সেন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, সারা দুনিয়া তাঁকে নিয়ে গর্বিত। ওঁকে জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিতে হবে। রাজ্যের পুলিশ প্রশাসন এ ব্যবস্থা করবে।
বেলার দিকে অমর্ত্য সেনের বাড়ি যান মুখ্যমন্ত্রী। ড. সেনের বাড়ির সামনে মেটাল ডিটেক্টর বসানো হয়। দ্রুত এই এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলে পুলিশ প্রশাসন।
মমতার সঙ্গে অমর্ত্য সেনের সম্পর্ক খুবই ভালো। ইতিপূর্বে মুখ্যমন্ত্রীর কল্যাণমুখী প্রকল্পের প্রশংসা করেছিলেন তিনি। সম্প্রতি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতার। মমতাও প্রত্যুত্তরে সবিনয়ে শ্রদ্ধা জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদকে। গত কয়েকদিন আগে বিশ্বভারতীর উপাচার্য অভিযোগ করেছেন, অমর্ত্য অর্থনীতিতে নোবেল পাননি। উপাচার্যের এ হেন অপবাদে দেশবাসী ক্ষুব্ধ। এ ক্ষোভ নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীকেও স্পর্শ করেছে।
❤ Support Us