- Uncategorized এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১৫, ২০২৩
বিবিসি দফতরে আয়কর হানার নিন্দায় মমতার কঠোর কটাক্ষ, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে যা তা হচ্ছে। সরকারের বিরুদ্ধে লিখলেই সাংবাদিকদের চাকরি খতম!

বুধবার বিধানসভায় বাজেট পেশ করার কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিবিসি সত্যি এবং আপডেট তথ্য দেয়। বিবিসির বিরুদ্ধে কেন এমন কাণ্ড ? তাঁদের দফতরে আয়কর হানা কেন? বিবিসি সরকারের বিরুদ্ধে কিছু দেখিয়েছে, তাতেই সরকার রুষ্ট। প্রতিহিংসাবশত এমন কাজ করা হয়েছে , যা দুর্ভাগ্যজনক। সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করতে যা ইচ্ছে তাই করা হচ্ছে।
বুধবার বিধানসভায় সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেছেন, বিবিসির কার্যালয়ে আয়কর দফতরের তল্লাশি অভিযানে সাংবিধানিক নীতি লঙ্ঘিত হয়েছে। ভারতে কোনো সংবাদমাধ্যম খোলাখুলি তাদের মতামত জানাতে পারছে না। সরকারের বিরুদ্ধে কথা বললে, হেনস্থার শিকার হতে হয়। সাংবাদিকদের কাজ খোয়াতে হচ্ছে । , বেআইনি কোনো কাজ করলে চিঠি পাঠানো যেতে পারত।কিন্তু সে পথে সরকার হাঁটেনি । বিবিসি এমন কিছু করেনি যা সরকার বিরুদ্ধ।
বিবিসি নিয়ে বিরোধী কণ্ঠস্বরের তীব্রতা বাড়ছে। গতকাল সমাজবাদী দলের সভাপতি অখিলেশ যাদব সরব হয়েছিলেন। সুর চড়িয়েছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন। মমতার মন্তব্যের পর বিবিসি ইস্যুতে বিরোধী রাজনীতির পরিসর আরো বাড়ল।
❤ Support Us