- দে । শ প্রচ্ছদ রচনা
- মার্চ ২৫, ২০২৩
কেষ্টর হাতেই বীরভূমের রাস, অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন তিন পর্যবেক্ষক। দলীয় বৈঠক সিদ্ধান্ত মমতার
বীরভূম তৃণমূল কংগ্রেসের দোর্দন্ডপ্রতাপশালী নেতা অনুব্রত মন্ডল গরুপাচার-কাণ্ডে জেলে। এই পরিস্থিতিতে জেলা সংগঠনের হাল ধরতে তিনজন পর্যবেক্ষক নিযুক্ত করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি অনুব্রত মন্ডল কবে জেল থেকে ছাড়া পাবেন, সেব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। এদিকে পঞ্চায়েত নির্বাচন আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে খবর।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে দলীয় বৈঠক করলেন। বীরভূম জেলা সভাপতি অনুব্রত জেলে থাকার জন্যে তিনজন নেতাকে বীরভূম জেলার পর্যবেক্ষক হিসেবে দায়িত্বভার দিয়েছেন। তৃণমূলের প্রবীণ নেতা ফিরহাদ হাকিম ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বীরভূম জেলার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছেন মমতা।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তুলতে তৃণমূল সুপ্রিমো সক্রিয় হয়ে উঠেছেন জেলা সভাপতি অনুব্রত মন্ডল জেলে যাওয়ার পর থেকে। গঠন করা হয়েছে দলীয় কোর কমিটি। সূত্রের খবর, নতুন যাঁদের কোর কমিটির অন্তর্গত করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন আদিবাসী নেতা বিশ্ববিজয় মার্ডি, যুব তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। সুদীপ্তবাবু বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্না ঘোষের স্বামী।
তৃণমূল সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখকে সুনজরে দেখছেন না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি স্থানীয় তৃণমূল নেতা কাজল শেখ বোলপুর ও কঙ্কালিতলায় সভা করেছেন। এরপর তৃণমূল সুপ্রিমো তাঁকে বেশি কথা বলার দায়ে তিরস্কার করেছেন। এও নির্দেশ দিয়েছেন, কাজল শেখ যেন নানুরে মনোযোগ দেন এবং সময় পেলে বগটুইয়ের জন্যে যেন কিছুটা সময় দেন।
তৃণমূলের অন্দরের খবর, তৃণমূলের অঞ্চল সংগঠনে কাজল যা কিছু রদবদল ঘটিয়েছিলেন, তা বাতিল করে দিয়েছেন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার আরও নির্দেশ, জেলা সংগঠন সম্পর্কে সংবাদমাধ্যমের কাছে ব্রিফ করবেন সিউড়ির বিধায়ক বিকাশরঞ্জন রায়চৌধুরী। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম, আউশগ্রাম ও মঙ্গলকোটে দলীয় সংগঠন কোন নেতারা পরিচালনা করবেন, এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কোনও নির্দেশ দেননি। তবে তৃণমূলের অন্দরে কানাঘুঁষো শোনা যাচ্ছে, সিদ্দিকুল্লা চৌধুরীর দায়িত্ব পেতে পারেন।
৬দিন আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন মমতা। ওই বৈঠকে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন, যে এলাকাগুলি সংখ্যালঘু অধ্যুষিত বিশেষভাবে সেই এলাকাগুলির প্রতি নজর দিতে হবে।
❤ Support Us