শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠান থেকে বিশ্ববাংলার লোগো বিতর্ক নিয়ে মমতা বললেন, বিশ্ব বাংলার লোগো কেন ব্যবহার করব না? ওটা তো সরকারি লোগো।কয়েকদিন আগেই সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে বলা হয়, রাজ্যের সমস্ত স্কুলের পোশাকে থাকবে নীল-সাদা বিশ্ববাংলার লোগো। সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বলা হয়, রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক। সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই পোশাক সরবরাহ করা হবে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে। এ ছাড়া আগের মতো পড়ুয়ারা স্কুলের ব্যাগ ও জুতো পাবে।
সেই নিয়েই মমতা নেতাজি ইন্ডোরের সভা থেকে বললেন, এরা সব কিছুতেই তৃণমূলের দোষ দেখে। আমরা স্কুলে বিনা পয়সায় ব্যাগ, জুতো দিই। পোশাকে লোগো থাকবে তাতে দোষ কোথায়? আমরা বাংলার নামটা ভুলি কী করে? সরকারের লোগো থাকবে না? এই লোগোটা আমি তৈরি করেছিলাম। রাজ্য সরকারের বেশিরভাগ লোগো আমার তৈরি করা। বেসরকারি স্কুল ইচ্ছামতো ব্যাজ ব্যবহার করতে পারে, সরকারি স্কুল কেন পারবে না! ভারত সরকার যদি সরকারের স্ট্যাম্প ব্যবহার করতে পারে, তা হলে আমরা কেন ব্যবহার করব না।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রামপুরহাটের ঘটনা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বললেন, রামপুরহাটে আগামীকাল যাব । প্রশাসন সদা-সতর্ক রয়েছে। ঘটনার দিন, অর্থাৎ মঙ্গলবার তিনি বহুবার পরিস্থিতির দিকে নজর রাখতে ফোন করেছেন, ফিরহাদ হাকিম ও অন্য কয়েকজনকে পাঠিয়েছেন। বাংলার বদনাম করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী । লখিমপুর খেরি, হাথরাসের মতো ঘটনারও উল্লেখ করলেন এই সভায়।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34