- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৩, ২০২৬
‘বেঁচে থাকলে তাঁকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত?’ — নেতাজির জন্মদিনে ‘এসআইআর’ ইস্যুতে কেন্দ্র ও কমিশনকে তীব্র আক্রমণ মমতার
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের মঞ্চ থেকেই ফের একবার ‘এসআইআর’ ইস্যুতে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, রেড রোডে আয়োজিত সুভাষ স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি প্রশ্ন তোলেন— ‘নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি নাগরিকত্বের প্রমাণ দিতে হত?’
মুখ্যমন্ত্রীর অভিযোগ, নাগরিকত্ব যাচাইয়ের নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নেতাজি যদি আজ বেঁচে থাকতেন, তাহলে কি তাঁকেও হিয়ারিংয়ে ডাকা হতো? নাগরিকত্বের কাগজ দেখাতে বলা হতো?’ এ মন্তব্যের মধ্য দিয়েই তিনি বর্তমান নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেন।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ‘এসআইআর’ সংক্রান্ত শুনানিতে নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে তলব করার বিষয়টি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়েও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘চন্দ্রকেও তো শুনানিতে ডাকা হয়েছে’।
নেতাজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও একবার দাবি তোলেন, ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক। তাঁর বক্তব্য, ‘আমরা জানি নেতাজির জন্মদিন, কিন্তু তাঁর মৃত্যুদিন আজও অজানা। তিনি দেশ ছাড়লেন, আর ফিরে এলেন না—এই ইতিহাস আজও রহস্যে মোড়া।’ নেতাজির ফাইল প্রকাশ প্রসঙ্গেও কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে, সুভাষ স্মরণ মঞ্চ থেকে তাঁর বক্তব্যে শুধু শ্রদ্ধার আবহ নয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিকত্ব, পরিচয় এবং সম্মান— এই তিনটি বিষয়ই উঠে আসে তীব্রভাবে।
❤ Support Us








