- এই মুহূর্তে
- নভেম্বর ২৪, ২০২১
আজ বিকেল ৫টায় মোদী-মমতা আমনে-সামনে

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, বিকেল ৫টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবারের এই বৈঠকে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি, রাজ্যের বকেয়া অর্থের পাওনা নিয়ে আলোচনা হতে পারে।
সোমবার কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘আমি দিল্লি যাচ্ছি। বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারি। বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি করার সিদ্ধান্ত এবং রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়েই আলোচনা হবে এদিনের বৈঠকে।’ উল্লেখ্য, ২৫ নভেম্বর পর্যন্ত দিল্লিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।