শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
হাওড়ার ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডের ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ১৫ দিনের মধ্যে এই কমিটি তদন্ত শেষ করে তাঁর কাছে রিপোর্ট জমা দেবে৷ তদন্ত কমিটিতে থাকবেন ডিজি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং সিআইডি আধিকারিকরা৷ আনিসের পরিবারকে নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আনিসের পরিবারকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘জীবন তো আমি ফিরিয়ে দিতে পারব না৷ সেটা আমার হাতে নেই৷ বিশ্বাস রাখুন, আমার হাতে যা আছে সেটা আমি করতে পারি৷ সরকার নিরপেক্ষ তদন্ত করবে, বিচার হবে৷ এটুকু আমি কথা দিতে পারি৷ খুবই দুর্ভাগ্যজনক ঘটনা৷ কোনও মৃত্যুই কাম্য নয়৷ যেই দোষী হোক না কেন, সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হবে৷ এর কোনও ক্ষমা নেই৷ ‘মমতা জানিয়েছেন, আনিসের সঙ্গে তৃণমূলের সু সম্পর্ক ছিল। আনিস নির্বাচনের সময়ও আমাদের অনেক সাহায্য করেছে৷ ‘
যদিও মুখ্যমন্ত্রীর উপরে তাঁদের আস্থা থাকলেও রাজ্য পুলিশের কোনও তদন্তেই তাঁদের আস্থা নেই বলে দাবি করেছেন নিহত আনিস খানের দাদা৷ নিহত ছাত্রেনেতার পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছে৷ তাঁদের দাবি, চাইলে রাজ্যের গঠিত তদন্ত কমিটি সিবিআই-কে সাহায্য করতে পারে৷
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34