- এই মুহূর্তে দে । শ
- মে ১১, ২০২৪
‘আবার প্রধানমন্ত্রী হলে বিরোধীদের জেলে ঢোকাবেন’, মোদির বিরুদ্ধে শানিত আক্রমণ কেজরিওয়ালের

জেল থেকে বেরিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গর্জে উঠলেন দিল্লির মুখ্যমন্রী অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে ছাড়ার পর তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছিলেন যে বিজেপি কেবল বিরোধী নেতাদেরই নয়, তাদের দলের নেতাদেরও বন্দী করবে। শনিবার তিনি দাবি করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এক জাতি, এক নেতা’ মিশন শুরু করেছেন এবং শীঘ্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক জীবনও শেষ করবেন। এমনকি মমতা ব্যানার্জি, এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়নদেও জেলে ঢোকাবেন।
কেজরিওয়াল বলেছেন, ‘লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী, শিবরাজ চৌহান, বসুন্ধরা রাজে, খট্টর, রমন সিংদের রাজনৈতিক জীবন আগেই শেষ করে দিয়েছেন। এবার পালা যোগী আদিত্যনাথের। যদি মোদি আবার প্রধানমন্ত্রী হন, তাহলে ২ মাসের মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিবর্তন করবেন। আদিত্যনাথের বদলে অন্য কাউকে বসাবেন।’ মোদির বিরুদ্ধে গর্জে উঠে কেজরিওয়াল আরও বলেন, ‘আমাদের দেশ অনেক পুরনো। যখনই একজন স্বৈরশাসক দখল করার চেষ্টা করেছিল, মানুষ তাকে উপড়ে ফেলেছিল। আজ আবার একজন স্বৈরশাসক গণতন্ত্রকে শেষ করতে চায়। আমি ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা চাইছি, এই স্বৈরশাসকে উপড়ে ফেলে দিন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিজেপির মধ্যে ক্ষমতা দখলের পিছনে প্রকৌশলী হিসাবে চিহ্নিত করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভা নির্বাচনের আগে কীভাবে বিরোধীদের ডানা ছাঁটতে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরিবর্তন করবে, সেকথা উল্লেখ করেন তিনি। কেজরিওয়াল বলেন, ‘বিজেপি বিরোধী নেতাদের জেলে ভরে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। হেমন্ত সোরেন, আমাদের মন্ত্রীরা, মমতা ব্যানার্জির দলের নেতারা সব জেলে। বিজেপি আবার জিতলে মমতা ব্যানার্জি, এমকে স্টষালিন, তেজস্বী যাদব, পিনারাই বিজয়নদেরও জেলে ঢোকাবে।’
❤ Support Us