- Uncategorized এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২১, ২০২২
করোনার ভ্রুকুটির মাঝেই, সতর্কতা অবলম্বন করে বড়দিন উদযাপনের আহ্বান মমতার

উৎসবের মরসুমে শান্তি ও সম্প্রীতির বার্তা মমতার। রাজ্যবাসীকে আসন্ন ক্রিসমাসের আগাম শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ভেদাভেদ ভুলে উৎসব উদযাপনের জন্য অনুরোধ মুখ্যমন্ত্রীর। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে গঙ্গাসাগর মেলা নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তীর্থযাত্রীদের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে বিশদে তারা আলোচনা করেন।
বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন,৮ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। ওই কয়েক দিন বাড়তি রেল চালানোর জন্যও রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন তিনি। যারা সড়কপথে, জলপথে মেলায় আসবেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে গণ-পরিবহন চলাচলের ব্যবস্থা প্রশাসন নেবে বলে জানান মুখ্যমন্ত্রী। সাগরদ্বীপে মেলা চলাকালে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার ব্যাপারেও সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়।
সাংবাদিক বৈঠক শেষ করে পার্ক স্ট্রীটে অ্যালেন পার্কে যান মুখ্যমন্ত্রী। সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, ২৫ ও ৩১ ডিসেম্বরে, জন সমাগম হয় পার্কস্ট্রীট চত্বরে। মুখ্যমন্ত্রী এদিন বলেন যে ২৫ শে ডিসেম্বর এখানে খাদ্য উৎসব হবে। বাদ্যযন্ত্রী ও গায়করা আসবেন সঙ্গীত পরিবেশন করতে। তবে নতুন করে করোনার ভ্রুকুটির মাঝে সতর্কতা অবলম্বনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট সেজে উঠছে। বিভিন্ন জায়গায় রাখা হয়েছে একাধিক খাদ্যের বিপণি ও সান্তাক্লজের কাট আউট। অ্যালেন পার্ককে সাজিয়ে তুলেছে পুর কর্তৃপক্ষ ও রাজ্য পর্যটন দফতর।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে ইতিমধ্যেই করোনার প্রকোপ রুখতে বাড়তি সতর্কতার নির্দেশ পাঠিয়েছে। চিনের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেন্দ্রের এই সিদ্ধান্ত।
❤ Support Us