- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১৫, ২০২৩
নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪১ লক্ষ চাকরি হবে। বরাদ্দ ১,১৪,০০০ কোটি। ওয়ার্ল্ড ট্রেড সেণ্টারে ৩০,০০০ কর্মসংস্থানের আশ্বাস।
নভেম্বরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, চলবে ২১-২৩ তারিখ। শাহরুখের বদলে নতুন ব্র্যাণ্ড আম্বাসাডর দেব
রাজ্যের বেকারত্ব সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা অব্যাহত। বুধবার নবান্নে তিনি বললেন, রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাপক অগ্রগতি ঘটেছে। এ নিয়ে তাঁর সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়িত হলে আগামী দিনে এ ক্ষেত্রে ৪১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
নবান্নের সভাঘরে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠকে শিল্পপতিদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অন্যান্য মন্ত্রীরা। সেখানে তিনি বলেন, এমএসএমই সেক্টরে ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, আগামী দিনে নতুন চাকরি হবে ৪১ লক্ষ । ইতিমধ্যে , ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি মানুষের চাকরি হয়েছে। এ প্রসঙ্গে বানতলায় চর্মনগরীর কথা উল্লেখ করেন তিনি। এছাড়া তিনি জানালেন, কলকাতায় নিজেদের দফতর করছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সেখানে ৩০ হাজার মানুষের কাজের সম্ভাবনা রয়েছে। তাঁর ব্যাখ্যা, শুধু সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রেও চাকরি হয়।
মুখ্যমন্ত্রী আজকের সভায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের নির্ঘণ্ট ঘোষণা করেছেন। অনুষ্ঠান হবে ২১-২৩ নভেম্বর। তার আগে রাজ্যে ৪-৫টি রোড শো করার নির্দেশ তিনি দিয়েছেন। রাজ্যের শিল্প এবং ইকোনমিক করিডর নিয়ে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে। তিনি আরো বলেছেন, বাণিজ্য সম্মেলন উপলক্ষে বাংলার নতুন ব্র্যাণ্ড আম্বাসাডর হওয়ার জন্য সাংসদ দীপক অধিকারী তথা দেবকে প্রস্তাব দেওয়া হবে। ব্যস্ততার কারণে শাহরুখকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল। সে জায়গায় এ দায়িত্ব সামলাবেন টলিউডের ‘রোমিও’।
❤ Support Us