Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • এপ্রিল ১৯, ২০২৪

প্যারিসে ইরানের দূতাবাসে আত্মঘাতী হামলার ছক, গ্রেনেড–বিস্ফোরক জ্যাকেটসহ গ্রেফতার সন্ত্রাসী

আরম্ভ ওয়েব ডেস্ক
প্যারিসে ইরানের দূতাবাসে আত্মঘাতী হামলার ছক, গ্রেনেড–বিস্ফোরক জ্যাকেটসহ গ্রেফতার সন্ত্রাসী

চলতি আসের শুরুতেই সিরিয়ার দামাস্কাসে ইরানের দূতাবাসের ওপর হামলা চালিয়েছে ইজরায়েল। এবার প্যারিসে ইরানীয় দূতাবাসে আত্মঘাতী হামলার ছক। প্যারিস পুলিসের তৎপরতায় আত্মঘাতী বিস্ফোরণের পরিকল্পনা বানচাল এক অজ্ঞাত পরিচয় সন্ত্রাসবাদীর। বিস্ফোরকসহ তাকে গ্রেফতার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা এবং কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাথে সাথে রাজনৈতিক উত্তেজনার সময়ে এই ঘটনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আজ বিস্ফোরক জ্যাকেট পরে ও গ্রেনেড নিয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্যারিসে ইরানি দূতাবাসে ঢুকে পড়ে। ওই ব্যক্তি ইরানের দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। খবর পেয়েই প্যারিস পুলিশ  বিশেষ অভিযান শুরু করে। গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। তার কাছে হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। বিস্ফোরক জ্যাকেটও পরে ছিল। গ্রেফতারের পর বিস্ফোরক ভর্তি জ্যাকেট নিস্ক্রিয় করা হয়।

কেন ওই ব্যক্তি গ্রেনেড ও বিস্ফোরক জ্যাকেটসহ ইরানের দূতাবাসে প্রবেশ করেছিল, তার কারণ অবশ্য এখনও জানা যায়নি। প্যারিস পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ওই ব্যক্তিকে প্রথমে দূতাবাসের প্রাঙ্গণের বাইরে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পরে সুযোগ বুঝে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ভেতরে প্রবেশ করে। ফরাসি পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং হুমকি নিরপেক্ষ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ইরানের দূতাবাসের পাশ দিয়ে যাওয়া মেট্রো লাইন বন্ধ রাখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!