Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২১, ২০২৪

বিয়ের প্রস্তাব খারিজ, বদলার রোষে হত্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
বিয়ের প্রস্তাব খারিজ, বদলার রোষে হত্যা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে খুন হতে হল। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম জব্বার মোল্লা (‌৫৬)। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানার কোড়াপাড়া গ্রামের ঘটনা। অভিযোগ, গ্রামেরই নাজিমুদ্দিন মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে। জব্বরের এক মেয়েতে বিয়ে করতে চেয়েছিল নাজিম। কিন্তু তাতে রাজি হননি জব্বর। রাতের অন্ধকারে জব্বর মোল্লাকে কুপিয়ে খুন করে তার কাছ থেকে টাকা পয়সা যা ছিল কেড়ে পালায় নাজিম। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। জব্বার মোল্লার পরিবারের অভিযোগ, মেয়ের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাজিমুদ্দিন প্রতিহিংসা চরিচার্থ করতে পরিকল্পিতভাবে খুন করেছে জব্বর মোল্লাকে। নিহত জব্বর মোল্লার স্ত্রী মাসুদা বিবি বলেন, নাজিমুদ্দিন আমার এক মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু আমার স্বামী, ওই মেয়ে এবং পরিবারের কেউ ওই ছেলের সঙ্গে বিয়েতে রাজি হয়নি। তিনি বলেন, আমার স্বামী এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষোভের বসে তাকে কুপিয়ে খুন করে নাজিমুদ্দিন। এবং তার কাছে থাকা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় নাজিম।

পাইকারি সবজির ব্যবসা করেন জব্বর মোল্লা। মঙ্গলবার রাতে সবজির পাইকারি ব্যবসার কাজ সেরে ট্রেনে করে মালতিপুর স্টেশনে নেমে বাড়ি ফিরছিলেন। সেই সময় ট্রেন লাইনের ধারে তাকে ধরে কোপাতে থাকে নাজিমুদ্দিন মোল্লা নামে ওই যুবক। চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে আসে। তার মধ্যেই অন্ধকারে নাজিমুদ্দিন এলাকা ছেড়ে পালায়। রক্তাক্ত অবস্থায় জব্বার মোল্লাকে স্থানীয়রা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে । এলাকার উত্তেজিত জনতা অভিযুক্ত নাজিমুদ্দিনের বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত নাজিমুদ্দিন ও তার পরিবার পলাতক। তার খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!