- দে । শ
- ডিসেম্বর ৪, ২০২৪
কালনার সমবায়ে বিপুল টাকার দুর্নীতি, অভিযোগ কবুল ম্যানেজারের

কালনার সমবায় সমিতিতে ৩৮ লক্ষ টাকারও বেশি টাকার দুর্নীতির অভিযোগকে ঘিরে শোরগোল। এর মধ্যে এলাকার বহু চাষির কয়েক লক্ষ টাকা রয়েছে। অভিযোগের তির সমবায়ের ম্যানেজার সঞ্জিত ঘোষের বিরুদ্ধে। নিজেদের টাকা ফেরতের দাবিতে কালনা ২নং ব্লকের কুমারপাড়ার আনোখা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন চাষিরা। তাদের সামনে ম্যানেজার অবশ্য দুর্নীতির দায় কবুল করেন। জানান, আগামী ৫ থেকে ৭ বছরের নিজের মাইনে থেকে ও নিজের জমি বেচে ওই টাকা পরিশোধ করবেন বলে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। তবে বিপুল পরিমাণ টাকা ম্যানেজার কীভাবে মেটাবেন, সেই প্রশ্নও তুলছেন কৃষকরা। বুদ্ধদেব মালিক, রামপ্রসাদ পালদের সংশয়, যে পরিমাণ মাইনে উনি পান, আর যেটুকু জমি ওনার রয়েছে, তাতে এই বিপুল পরিমাণ টাকা কীভাবে মেটাবেন!
খোঁজখবর নিয়ে জানা গেল, সমিতিতে অডিট হয়নি ৯ বছর। এছাড়াও একজনের নামে মঞ্জুর হওয়া ঋণের টাকা অন্যজনকে পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। আর্থিক গণ্ডগোলের কারণে গত ৪ বছর ধরে ঋণ মিলছে না চাষিদের। এমনকী গত মরশুমে প্রাকৃতিক দুর্যোগে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিপূরণ বাবদ ৯ লক্ষ টাকা রাজ্য সরকারের ফসল বিমার টাকা চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও সেই টাকা হাতে পাননি অনেকেই। এমনকী ঋণ শোধ করার নামে আরও বেশি করে ‘ভুয়ো লোন’ দেখিয়ে টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে ওই সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। এই সমবায় সমিতির সদস্য সংখ্যা বর্তমানে ৭৮৯ জন। এলাকার চাষীরা এই সমবায় সমিতি থেকে একসময় বিভিন্ন ধরনের সুবিধা পেলেও বর্তমানে তারা বঞ্চিত হচ্ছেন। অনেকের মতে, সমিতির পরিষেবা ও ঋণ ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। জানা গেল, ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সমবায়ের ম্যানেজার অগ্রিম বাবদ ২৩ লক্ষ ৪০ হাজার ১৯২ টাকা তুলেছেন।
❤ Support Us