Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৮, ২০২৩

রিয়েলকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি

আরম্ভ ওয়েব ডেস্ক
রিয়েলকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার সিটি। ১০ জুন ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলন। বুধবার দ্বিতীয় পর্বের সেমিফাইনালের রিয়েল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। এর ফলে সেমিফাইনালেই শেষ হয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন দের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। দুই দলের সেমিফাইনালের প্রথম পর্ব ১-১ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় পর্বের ফলাফলের পর গোলপার্থক্য দাঁড়ায় ৫-১।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ম্যাঞ্চেস্টার সিটির। পেপ গুয়ার্দিওলার দল প্রথমার্ধে প্রায় ৮০ শতাংশ বল দখলে রেখেছিল। প্রথমার্ধে টনি ক্রুজের শট ক্রসবারে লাগা আর ডেভিড আলাবার ফ্রি’কিক বাঁচানো ছাড়া ম্যাঞ্চেস্টার সিটিকে সেভাবে পরীক্ষার মুখেই পড়তে হয়নি। ম্যাচের ২৩ মিনিটে বার্নার্ড সিলভার গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার সিটি। ৩৭ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় ছিল ম্যাঞ্চেস্টার সিটির।একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারছিল না। অন্যদিকে, রিয়েল মাদ্রিদ গোলের জন্য মরিয়া চেষ্টা করছিল। কিন্তু ম্যাঞ্চেস্টার সিটির রক্ষণব্যূহ ভেদ করতে পারছিল না। শেষ পর্যন্ত ৭৬ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি ব্যবধান বাড়ান। ম্যাচের ইনজুরি সময়ে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান ৪-০ হয়।

চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপের পাশাপাশি এবার চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের হাতছানি তাদের সামনে। চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ত্রিমুকুট জিতবে ম্যাঞ্চেস্টার সিটি।স্পর্শ করবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কৃতিত্ব। ১৯৯৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একই মরশুমে এই তিনটি খেতাব জিতেছিল।

ঘরের মাঠে রিয়েল মাদ্রিদের বিরুদ্ধে এই জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটির। ১০ জুন ইস্তানবুলে ইন্টার মিলানের বিরুদ্ধে ফাইনালে ফেভারিট হিসেবেই নামবে তারা। ২০২১ সালে পোর্তোয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির কাছে হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!