Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ২৬, ২০২৫

কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যঞ্চেস্টার সিটি, লন্ডনে মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন টেকনো ইন্ডিয়ার সঙ্গে ‘মৌ’-চুক্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতায় ফুটবল স্কুল খুলছে ম্যঞ্চেস্টার সিটি, লন্ডনে মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন টেকনো ইন্ডিয়ার সঙ্গে ‘মৌ’-চুক্তি

লন্ডনে মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ফুটবলপ্রেমী বাঙালির জন্য সুখবর। এবার কলকাতায় টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে যৌথভাবে ফুটবল স্কুল খুলতে চলেছে ইংলিশ প্রেমিয়ার লীগের ১০-বারের বিজয়ী ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি এফসি। ভারতীয় ফুটবলের জন্য এটি ঐতিহাস্যিক পদক্ষেপ। এই স্কুলে ৩ থেকে ১৭ বছর বয়সী তরুণ খেলোয়াড়দের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ ও ব্যক্তিত্ব গঠনে প্রশিক্ষণ প্রদান করবে। বিশেষ খেলোয়াররা ম্যানচেস্টার সিটির ইংল্যান্ডের প্রশিক্ষণ কেন্দ্রেও প্রশিক্ষণের সুযোগ পাবেন।

ফুটবলপ্রেমী বাঙালিদের জন্য যুগান্তকারী মুহূর্ত। ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব, ম্যান সিটি নামেই বেশি পরিচিত, এই প্রথম ভারতীয় উপমহাদেশে ফুটবল স্কুল তৈরি করতে চলেছে, আর সেটি হবে খোদ কলকাতাতে। টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে যৌথভাবে ফুটবল স্কুল খুলতে চলেছে ইংলিশ প্রেমিয়ার লীগের ১০-বারের বিজয়ী ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি এফসি। এই স্কুলে ৩ থেকে ১৭ বছর বয়সী তরুণ খেলোয়াড়দের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ ও ব্যক্তিত্ব গঠনে প্রশিক্ষণ প্রদান করবে। বিশেষ খেলোয়াররা ম্যানচেস্টার সিটির ইংল্যান্ডের প্রশিক্ষণ কেন্দ্রেও প্রশিক্ষণের সুযোগ পাবেন।ভারতীয় ফুটবলের জন্যও এটি একটি ঐতিহাস্যিক পদক্ষেপ।

টেকনো ইন্ডিয়া গ্রুপ পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান গ্রুপ। তাঁদের এই উদ্যোগের ফলে ভারতীয় ফুটবলের গতিপথ বদলে যেতে পারে। এদিন লন্ডনে বাণিজ্য সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ম্যাঞ্চেস্টার সিটি আর টেকনো ইন্ডিয়া গ্রুপের মধ্যে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা ‘মৌ’ চুক্তি সাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর ম্যান সিটি’র পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের হাতে ক্লাবের জার্সি তুলে দেওয়া হয়। ঐতিহাসিক চুক্তিতে উচ্ছ্বসিত মমতা বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক। আপনারা জানেন বাংলা কতটা ফুটবল ভালোবাসে। কতটা ক্রিকেট ভালোবাসে। বাংলার তিনটি ক্লাব ভীষণ গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান। আরো অনেক ক্লাব আছে। আমি সবার জন্য গর্বিত। আমি খুশি যে সত্যমরা এই চুক্তি করল।’ টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, ‘আমরা একটি ‘মৌ’ চুক্তি স্বাক্ষর করছি। কলকাতায় দেশের প্রথম ফুটবল স্কুল খুলবে ম্যাঞ্চেস্টার সিটি।’ রায়চৌধুরী আরো জানান, তাঁরাই রাজ্যে প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে চলেছেন নিজেদের উদ্যোগে। তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার নতুন একটি বিল পাশ করেছে, যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সাহায্য হয়।’

এছাড়াও জানা যাচ্ছে, ফুটবল স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রদর্শন রিপোর্ট ও ব্যক্তিত্ব গঠনে প্রশিক্ষণ দেওয়া হবে। ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের বিশেষজ্ঞরা বিষইয়টি পরিচালনার দায়িত্বে থাকবেন। এমনকি ওই রিপোর্টগুলি অনান্য ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুলেঅ পাঠানো হবে। আদান প্রদানের মাধ্যমে মূল্যবান পরামর্শ উঠে আসবে। যা খেলোয়ারদের দক্ষতা বাড়াতে আর খেলার প্রতি তাদের ধারণাকে আরো উন্নত করতে সহায়ক হবে। এই সবকিছুই পেশাদারিত্বের সঙ্গেই করা হবে। ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি, স্কুলটি নির্বাচিত কিছু অসাধারণ শিক্ষার্থীকে ম্যানচেস্টার সিটির ইংল্যান্ডে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে প্রশিক্ষণ পেতে সহায়তা করবে। ফুটবলের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আরো প্রসারিত, পরিণত আর দৃঢ় করবে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!