Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৮, ২০২২

এশিয়ান কাপে অঘটন ঘটিয়ে সেমি ফাইনালে মনিকা বাত্রা

আরম্ভ ওয়েব ডেস্ক
এশিয়ান কাপে অঘটন ঘটিয়ে সেমি ফাইনালে মনিকা বাত্রা

আইটিটিএফ–এটিটিইউ এশিয়ান কাপে অঘটন ঘটালেন ভারতীয় টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা। প্রি–কোয়ার্টার ফাইনালে দুরন্ত লড়াই করে হারিয়েছেন বিশ্বের ৭ নম্বর তারকা চিনের চেন জিংটংকে। এরপর মনিকা বাত্রা শেষ চারে পৌঁছলেও পুরুষদের প্রি–কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ভারতের একনম্বর তারকা  জি সাথিয়ান।
বিশ্বের ৪৪ নম্বর খেলোয়াড় মানিকা বাত্রা এদিন নজের সেরা ছন্দে ছিলেন। থাইল্যান্ড দর্শকরাও সারাক্ষণ তাঁকে সমর্থন করে যান। দর্শক সমর্থন পেয়ে জ্বলে ওঠেন মনিকা।
ম্যাচের পর মনিকা বলেন, ‘‌আমি এই জয়ে খুব খুশি কারণ আমি বিশ্বের সাত নম্বর খেলোয়াড়কে হারিয়েছি। আমি আগের মতোই আমার সেরা খেলাটা চালিয়ে যাব। পরের ম্যাচগুলিতেও একি রকম আগ্রাসী মানসিকতা ও আবেগ নিয়ে খেলব।’‌ কোয়ার্টার ফাইনালে মনিকা বাত্রা বিশ্বের ২৩ নম্বর খেলোয়াড় চাইনিজ  তাইপের চেন জু ইউকে পরাজিত করেন। ।
এর আগে বিশ্বের ৩৯ নম্বর খেলোয়াড় ভারতের জি সাথিয়ান জাপানের পঞ্চম বাছাই ইউকিয়া উদার কাছে ৩–৪ ব্যবধানে হেরেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!