Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২২, ২০২৪

মেইতি জনগোষ্ঠীর তফসিলি উপজাতি মর্যাদার অন্তর্ভূক্তির আদেশ প্রত্যাহার মণিপুরে

আরম্ভ ওয়েব ডেস্ক
মেইতি জনগোষ্ঠীর তফসিলি উপজাতি মর্যাদার অন্তর্ভূক্তির আদেশ প্রত্যাহার মণিপুরে

মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতি মর্যাদা, মণিপুর হাইকোর্টের এই রায়েই আগুন ছড়িয়ে ছিল উত্তর-পূর্ব ভারতের ছোট্ট পার্বত্য রাজ্যে । প্রাণ হারান ২০০ জন, ঘর হারান কয়েক হাজার মানুষ । এই ইস্যুতে দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঝড় ।
২৭ মার্চের সেই আইনি নির্দেশেই পরিবর্তন করল মণিপুর আদালত । সেই রায়ের একটি অনুচ্ছেদ সংশোধন বা পুনর্বিবেচনা করে নিল তারা । নতুন রায়ে এ সম্পর্কিত একটি অনুচ্ছেদ বাতিল করার কথাও জানান বিচারক ।

২৭ মার্চের সেই রায়ের পর মণিপুরের কুকি সম্প্রদায় তীব্র প্রতিক্রিয়া জানায় । তারপর কয়েক মাস জুড়ে সেখানে চলে রক্তাক্ত হিংসা ।

ওই রায়ের সংশোধনে মণিপুর হাইকোর্টের বিচারপতি গোলমেই গাইফুলশিল্লু বলেন, আইনের ভুল ব্যাখ্যাতেই এই বিপর্যয় । ২১ ফেব্রুয়ারি, গত ২৭ মার্চের রায়ের বিরুদ্ধ পিটিশনের শুনানির সময় বিচারপতি মহারাষ্ট্রের একটি মামলার দৃষ্টান্ত দিয়ে বলেন, ওই মামলায় দেশের শীর্ষ আদালত বলেছিল তফসিলি উপজাতির তালিকা পরিবর্তন, সংশোধন অথবা বদল করা সম্ভব নয় । সেই অনুসারেই পূর্ববর্তী রায়ের একটি অনুচ্ছেদ বাতিল করা হল ।

গত অক্টোবরে মণিপুরের আদিবাসী সংগঠনগুলিকে ২৭ মার্চের নির্দেশের বিরোধিতা করে আদালতে পাল্টা দাবি পেশের আর্জি জানাতে বলেছিল হাইকোর্ট । সেই মতোই নির্দেশ খারিজের আবেদন জানায় অল মণিপুর আদিবাসী সংগঠন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!