- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২২, ২০২৪
মেইতি জনগোষ্ঠীর তফসিলি উপজাতি মর্যাদার অন্তর্ভূক্তির আদেশ প্রত্যাহার মণিপুরে
মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতি মর্যাদা, মণিপুর হাইকোর্টের এই রায়েই আগুন ছড়িয়ে ছিল উত্তর-পূর্ব ভারতের ছোট্ট পার্বত্য রাজ্যে । প্রাণ হারান ২০০ জন, ঘর হারান কয়েক হাজার মানুষ । এই ইস্যুতে দেশ জুড়ে উঠেছিল প্রতিবাদের ঝড় ।
২৭ মার্চের সেই আইনি নির্দেশেই পরিবর্তন করল মণিপুর আদালত । সেই রায়ের একটি অনুচ্ছেদ সংশোধন বা পুনর্বিবেচনা করে নিল তারা । নতুন রায়ে এ সম্পর্কিত একটি অনুচ্ছেদ বাতিল করার কথাও জানান বিচারক ।
২৭ মার্চের সেই রায়ের পর মণিপুরের কুকি সম্প্রদায় তীব্র প্রতিক্রিয়া জানায় । তারপর কয়েক মাস জুড়ে সেখানে চলে রক্তাক্ত হিংসা ।
ওই রায়ের সংশোধনে মণিপুর হাইকোর্টের বিচারপতি গোলমেই গাইফুলশিল্লু বলেন, আইনের ভুল ব্যাখ্যাতেই এই বিপর্যয় । ২১ ফেব্রুয়ারি, গত ২৭ মার্চের রায়ের বিরুদ্ধ পিটিশনের শুনানির সময় বিচারপতি মহারাষ্ট্রের একটি মামলার দৃষ্টান্ত দিয়ে বলেন, ওই মামলায় দেশের শীর্ষ আদালত বলেছিল তফসিলি উপজাতির তালিকা পরিবর্তন, সংশোধন অথবা বদল করা সম্ভব নয় । সেই অনুসারেই পূর্ববর্তী রায়ের একটি অনুচ্ছেদ বাতিল করা হল ।
গত অক্টোবরে মণিপুরের আদিবাসী সংগঠনগুলিকে ২৭ মার্চের নির্দেশের বিরোধিতা করে আদালতে পাল্টা দাবি পেশের আর্জি জানাতে বলেছিল হাইকোর্ট । সেই মতোই নির্দেশ খারিজের আবেদন জানায় অল মণিপুর আদিবাসী সংগঠন ।
❤ Support Us