Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ৩০, ২০২৩

অশান্ত মণিপুরে শাহের বৈঠক। দেখা করলেন রাজ্যপালের সঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
অশান্ত মণিপুরে শাহের বৈঠক। দেখা করলেন রাজ্যপালের সঙ্গে

মণিপুরে শান্তি প্রতিস্থাপনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন  বীরেন বীরেন সিং, অন্যান্য মন্ত্রী ও অন্যান্য সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। চার দিনের মনিপুর সফরের সোমবারই প্ৰথম বৈঠকটি করেন অমিত শাহ।এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, আইবি সচিব তপন ডেকা।এরপর রাজ্যপালের সঙ্গে দেখা করেন অমিত শাহ।

অমিত শাহের মণিপুর সফরের আগেই কিন্তু নতুন করে উত্তরপূর্বাঞ্চলের এই রাজ্যে হিংসার ঘটনা শুরু হয়। এই আবহেই মণিপুরে হিংসা নিয়ন্ত্রণে অমিত শাহ সেই মণিপুরে পৌঁছে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। আগামী ১ জুন পর্যন্ত অমিত শাহ মণিপুরে থাকবেন এবং আরও কয়েক দফা বৈঠক করবেন মণিপুরে শান্তি প্রতিস্থাপনের জন্য।

অমিত শাহের মণিপুর সফরের প্রথমদিন সকালে হিংসায় ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে যার মধ্যে একজন পুলিশ কর্মী রয়েছেন। এ ছাড়াও বিজেপির এক বিধায়কের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। যখন সম্মিলিত কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী গত ৪৮ ঘন্টায় রাজ্যে ৩০ জনের  বেশি সন্দেহভাজন কুকি জঙ্গিকে গুলি করে হত্যা করেছে। এই সময়ের মধ্যেই রবিবার মণিপুর রাইফেলস ও আইআরবি-র অস্ত্রাগার থেকে এক হাজারের বেশি অস্ত্র উত্তেজিত জনতা লুট করেছে।

খবেইসোইতে ৭ মণিপুর রাইফেল, দেউলহানে দ্বিতীয় মণিপুইর রাইফেল এবং থাউবলে তৃতীয় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে সমস্ত অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছে বলে জানা যাচ্ছে।

নিরাপত্তা বাহিনীর মতে, ইমফল পশ্চিম জেলার কাদাংবন্দ এবং নিকটবর্তী সিংদা এলাকায় সন্দেহভাজন কুকি জঙ্গি এবং নিরাপত্তা কর্মীদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ চলছে। মনিপুরের বেশ কয়েকটি নিম্ন উপত্যকায় সাধারণ মানুষের উপর হামলার ঘটনা ছাড়াও জঙ্গিরা শনিবার গভীর রাতে কাকচিং জেলার সুগনুর কাছে তিনটি গ্রামে ২০০ টিরও বেশি বাড়িতে আগুন লাগিয়েছে।

১৪ ও ১৫ মে স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রী, কুকি, মেইতি সম্প্রদায়ের মানুষ ও এই হিংসার ঘটনায় সম্পৃক্ত বিভিন্ন পক্ষের সঙ্গে এই রাজ্য শান্তি ফেরানোর জন্য একাধিক বৈঠক করেছেন। এছাড়াও অমিত শাহ মিজোরামের সিএসও একটি গোষ্ঠীর সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে অমিত শাহ মনিপুরে শান্তি স্থাপনের জন্য কঠোর মনোভাবের কথা জানিয়ে এই রাজ্যে শান্তি প্রতিস্থাপনে কেন্দ্রের সহযোগিতার সাবাশ দেন। অমিত শাহ এই বৈঠকে সমস্ত সম্প্রদায়ের মানুষের উদ্দেশে আশ্বাস দিয়ে বলেছিলেন, রাজ্যে শান্তি রক্ষায় ও ন্যায় বিচার সবাই পাবে। এই বৈঠকে ট্রেন ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন শাড়াসির মন্ত্রী। এই নিয়ে গত ৫ মে অমিত শাহ মণিপুরের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। ৪ মে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও এই নিয়ে কথা বলেন। গত ৩ মে থেকে মনিপুরের এই অশান্তি কিন্তু এখনও চলছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!