- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ৩১, ২০২৪
গোপালিকার মেয়াদ বৃদ্ধিতে সায় দিল না কেন্দ্র, রাজ্যের নতুন মুখ্যসচিব মনোজ পন্থ
মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে দরবার করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিল না কেন্দ্র। বাধ্য হয়ে নতুন মুখ্যসচিব বেছে নিতে হল পশ্চিমবঙ্গ সরকারকে। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ পন্থ। শনিবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে তিনি অর্থ সচিবের দায়িত্ব সামলেছেন।
কয়েকদিন ধরে রাজ্যের মুখ্যসচিব পদে মনোজ পন্থের নাম শোনা যাচ্ছিল। হঠাৎই তাঁকে সেচ দফতরের সচিব পদে বসানো হয়। তাহলে কি বিদায়ী মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার চাকরি জীবনের মেয়াদ বাড়ছে? এই নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। উঠে আসছিল ভূমি ও প্রাণীসম্পদ উন্নয়ন সচিব বিবেক কুমারের নামও। শেষ পর্যন্ত শনিবার বিকেলে পরবর্তী মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের নাম ঘোষণা করা হল। শুক্রবারই তাঁকে সেচ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। একদিন পরেই রাজ্যের মুখ্য সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।
প্রনব মুখার্জি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময় তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন মনোজ পন্থ। পরে কেন্দ্রে যুগ্মসচিব পদ মর্যাদার দায়িত্ব পান। একসময় বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে দিল্লির প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। বাংলায় আসার পর তিনি বরাবরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আস্থাভাজন ছিলেন। তাই ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়ানোর অনুমোদন না পেয়ে মনোজ পন্থকেই মুখ্যসচিব হিসেবে বেছে নিল রাজ্য সরকার। রাজ্যের কঠিন পরিস্থিতিতে মুখ্যসচিবের দায়িত্ব পেলেন মনোজ পন্থ। তাঁর কাছে এটা বড় চ্যালেঞ্জ।
৩১ আগস্ট, শনিবার ছিল মুখ্যসচিব হিসেবে ভগবতীপ্রসাদ গোপালিকার শেষ দিন। তার আগে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকার আশায় ছিল,শনিবারই গোপালিকার মেয়াদ বাড়ানোর অনুরোধে সায় দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রধানমন্ত্রীর দফতর থেকে গোপালিকার মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হল না। তাই বাধ্য হয়ে একদিন আগে সেচ সচিবের দায়িত্ব দেওয়া মনোজ পন্থকে মুখ্যসচিবের পদে বসাল রাজ্য।
অর্থ দফতরের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে প্রভাতকুমার মিশ্রকে। তিনি আগে সেচ ও জলসম্পদ দফতরের সচিব ছিলেন। অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার অফিসার রোশনি সেনকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে মৎস্য দফতরের পাশাপাশি জল সম্পদ উন্নয়ন দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন।
❤ Support Us