Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৪, ২০২৪

বিধানসভার বাইরে মনোরঞ্জন : দিদিই ভরসা, তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন

আরম্ভ ওয়েব ডেস্ক
বিধানসভার বাইরে  মনোরঞ্জন : দিদিই  ভরসা, তিনি উপযুক্ত ব্যবস্থা  নেবেন

বৃহস্পতিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলি জেলার বলাগড় খামারগাছির তৃণমূল দম্পতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলোন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তবে তিনি বললেন, “দিদির উপর ভরসা আছে, তিনি সব দেখছেন, উপযুক্ত ব্যবস্থা তিনি নেবেন।”
দল তাঁর পাশে দাঁড়িয়েছে বলে এদিন বিধানসভার বাইরে দাড়িয়ে মনোরঞ্জন ব্যাপারী দাবি করেন। তিনি বলেন, “দিদি আমার পাশে আছে। দিদির লোক আমি। দিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলেন আমি খারাপ কাজ করছি, তাহলে আমায় সরিয়ে দিলে আমি দল ছাড়ব, তার আগে নয়। আসলে আমি দুর্নীতির বিরুদ্ধে। আমি চাই দলের যাতে বদনাম না হয়, ক্ষতি না হয় সেটা করতে, দিদিই আমায় এটা করতে বলোছেন। এই লড়াই আমার বিরুদ্ধে করছে রুনা খাতুন এবং তাঁর স্বামী অরিজিৎ দাস, তাঁটা আমায় বলছে চলে যান, টাকা লাগলে দেব। তবে এর মধ্যে বিজেপি নেই। এসব দেখে বিজেপি মজা পাচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলে এসেছি। আমি চাই না দলের দুর্নাম হোক কিছু দুর্নীতিবাজ মানুষের জন্য। তাই আমি প্রতিবাদ করছি, আর তাতেই তাঁদের স্বার্থে আঘাত লাগছে।”
প্রসঙ্গত বুধবার ফেসবুকে রুণ ও অরিজিতের বিরুদ্ধে ফেসবুকে তাঁর বিরুদ্ধে আক্রমণ, ষড়যন্ত্রের অভিযোগ আনেন, আশঙ্কা করেন এই দুই তৃণমূল নেতা-নেত্রী তাঁকে প্রাণে মেরে ফেলতে পারে। পুলিশ প্রহরা না পেলে তিনি বলাগড়ে ঢুকবেন না।
এদিকে বৃহস্পতিবার সকালেই মনোরঞ্জন ব্যাপারীর জিরাটের কার্যালয় ভাঙচুর করা হয়। বলাগড়ের বিধায়কের অভিযোগ, রুনা খাতুন এই ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার ফেসবুকে মনোরঞ্জন ব্যাপারী লিখেছেন, “অবশেষে আমার আশংকা সত্যি হলো। রুনা খাতুন ও তার স্বামী অরিজিৎ দলবল নিয়ে হামলা চালালো আমার জিরাটের কার্যালয়ের উপর। ভেঙে ফেলা হলো দরজা জানালা। ভেঙে আর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে দিদির ছবি – দলীয় পতাকা। ভেবে দেখুন বলাগড়ের জনগণ, এঁরা কেমন দিদির প্রতি অনুরক্ত।”
মনোরঞ্জন ব্যাপারী অভিযোগ করেন, “আমার নামে রুনা-অরিজিৎ একটি মামলা করেছে। দিদি সব দেখছেন। আমার বিশ্বাস দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমার দিদির উপর ভরসা আছে। আমি রাজনীতির লোক নই, সাহিত্যের লোক। তাই রাজনীতির এই মারপ্যাঁচ আমি অতো বুঝি না।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!