Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১৯, ২০২৪

অবসর প্রাপ্ত রেল কর্মীর বাড়ি থেকে কয়ক লক্ষ টাকা চুরি।

আরম্ভ ওয়েব ডেস্ক
অবসর প্রাপ্ত রেল কর্মীর বাড়ি থেকে কয়ক লক্ষ টাকা চুরি।

বৃদ্ধ দম্পতি সন্ধে বেলা বেরিয়েছিলেন । ঘন্টা খানেকের মধ্যে বাড়ি ফিরে দেখেন আলমারি ফাঁকা। বসিরহাট শহরে ভর সন্ধেবেলা দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে বসিরহাট কলেজ পাড়ার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, দুস্কৃতীরা নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ৭ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে। বুধবার সন্ধেবেলার ঘটনা। সেই সময় বাড়িতে কেউ ছিল না। বসিরহাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কলেজপাড়ায় প্রান্তিক মাঠের পাশে অবসরপ্রাপ্ত রেল কর্মী অমূল্যরতন পালের বাড়ি। বাড়িতে ৮৩ বছরের বৃদ্ধ অমূল্যবাবু ও তাঁর স্ত্রী অঞ্জলি পাল থাকেন। প্রতিদিন সন্ধ্যায় তাঁরা এক ঘন্টার জন্য হাঁটতে বের হন। বাইরে গেটে তালা লাগিয়ে এদিনও রুটিন মাফিক বৃ্দ্ধ দম্পতি সান্ধ্যভ্রমণে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাইরে গেটে তালা যেন লাগানো তেমনই আছে। পিছেনের গেটে তালা ভাঙা। ঘরের আলমারি, লকার সব ভাঙা। ঘরে সঞ্চিত টাকা , স্ত্রীর সোনার গয়না সব হাওয়া। অমূল্য বাবু বলেন, অন্তত ৭–‌৮ ভরি সোনার গয়না ছিল, নগদ ৪০ হাজার টাকাও ছিল। সব কিছু হাতিয়ে দুস্কৃতীরা পালিয়েছে। এই ঘটনায় এলাকা মানুষ রীতিমত আতঙ্কিত। এলাকার মানুষের ধারনা, ওই দম্পতি প্রতিদিন নিয়ম করে সন্ধেবেলা হাঁটতে বেরতেন। দুস্কৃতীরা তক্কে তক্কে সেই সময়টাকে কাজ হাসির করার সময় হিসেবে বেছে নিয়েছে। অমূল্যবাবু বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!