Advertisement
  • দে । শ
  • জুন ২১, ২০২৪

পার্ক স্ট্রিটে গুলি কান্ডে একাধিক অস্ত্রের ব্যবহার, দাবি সরকারি আইনজীবীর

আরম্ভ ওয়েব ডেস্ক
পার্ক স্ট্রিটে গুলি কান্ডে একাধিক অস্ত্রের ব্যবহার, দাবি সরকারি আইনজীবীর

গত শুক্রবার পার্ক স্ট্রিটের গুলি চালনার ঘটনায় একাধিক অস্ত্রের ব্যবহার হয়েছিল বলে আদালতে মুখ্য সরকারি আইনজীবীর তরফে দাবি করা হয়েছে। সরকারি আইনজীবী অভিজিৎ চট্টোপাধ্যায় এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ পেশ করেছেন। তিনি জানিয়েছেন ঘটনার দিন যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল, সেগুলি এখনও সম্পূর্ণরূপে উদ্ধার করা যায়নি। তাঁর দাবি এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে, সেগুলি খতিয়ে দেখা দরকার।

গত বুধবার পার্ক স্ট্রিটের ঘটনায় মূল অভিযুক্ত সোনা ওরফে মহম্মদ ফাহিমুদ্দিনকে লালবাজারের গুন্ডা দমন শাখা ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। এ ঘটনায় পূর্বে গ্রেফতার হওয়া ফারুক খান, আসিফ আহমেদ, আবসার আলি খান, মহম্মদ সাব্বির খান ও ম্যাথু নোয়েলকেও আদালতে পেশ করা হয়।

সরকারি আইনজীবীরা সোনাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন করেছেন । তার আইনজীবী ছাড়া বাকি অভিযুক্তদের আইনজীবীদের তরফে শর্ত সাপেক্ষে জামিনের আবেদন করা হয়েছে। যদিও সরকারি আইনজীবী তাদের সকলকে পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানান। বিচারক শেষ পর্যন্ত ছয় অভিযুক্তের সকলকেই ২৯ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

শুক্রবার পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে বাইক ওভারটেক করাকে কেন্দ্র করে দু পক্ষের বচসা বাঁধে এবং তাতে এখলাস বেগ নামে এক ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটে। অভিযোগের আঙুল ওঠে মহম্মদ ফাহিমুদ্দিন ওরফে সোনার বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ঘটনার দিন সোনা ও সাব্বির দুজনেই গুলি চালিয়েছে। সোনার বিরুদ্ধে পূর্বে একাধিক থানায় খুন, ডাকাতি , তোলাবাজিসহ সাতটি মামলা রয়েছে। পুলিশের তরফে আপাতত ধৃতদের জেরা করে আগ্নেয়াস্ত্রের খোঁজ খবর চালানো হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!