Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৪

আদিবাসীদের উন্নতির জন্য অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হবে ম্যারাথন

আরম্ভ ওয়েব ডেস্ক
আদিবাসীদের উন্নতির জন্য অযোধ্যা পাহাড়ে অনুষ্ঠিত হবে ম্যারাথন

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আদিবাসীদের নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে কুশল এডুকেশন ফাউন্ডেশন। এবার আদিবাসীদের উন্নতির জন্য ম্যারাথনের আয়োজন করেছে এই সংস্থা। ২৫ ফেব্রুয়ারি অযোধ্যা পাহাড়ে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। ইতমধ্যেই প্রায় ১০০০ দৌড়বিদ ম্যারাথনে নাম নথিভূক্ত করেছেন। ‘‌ফান’‌ ম্যারাথনে অংশ নেবেন প্রাক্তন ফুটবলার ব্রাজিলিয়ান জোসে র‌্যামিরেজ ব্যারেটোও।
৫, ১০ ও ২১ কিমি বিভাগে এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নদের পদক ছাড়াও আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। এছাড়া ম্যারাথনে অংশ নেওয়া সমস্ত দৌড়বিদকে পদক ও শংসাপত্র দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টায় ম্যারাথন শুরু হবে অযোধ্যা পাহাড়ের কাচুইরেখা হিলের কুশলপল্লী রিসর্ট থেকে। পাহাড়ি রাস্তা ঘুরে আবার সেখানেই শেষ হবে। পতাকা নাড়িয়ে ম্যারাথনের সূচনা করবেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও মুম্বইয়ের বিখ্যাত টিভি অভিনেতা রণবিজয় সিং। আদিবাসীদেল জন্য আয়োজিত এই ম্যারাথনে সহযোগিতা করার জন্য বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে।
২৫ ফেব্রুয়ারি ম্যারাথনের দিন সন্ধেয় কুশলপল্লী রিসর্টে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে কালবেলিয়া নৃত্য পরিবেশন করবেন বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী পদ্মশ্রী গুলাবো সাপেরা। ১৫ জনের নৃত্যশিল্পী নিয়ে তিনি রাজস্থান থেকে পুরুলিয়ায় আসবেন। এছাড়াও পুরুলিয়া ছৌ নৃত্য এবং মুন্ডারি ও সাঁওতালি নৃত্যও প্রদর্শিত হবে। ঐদিন পদ্মশ্রী পুরস্কার পাওয়া আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিদের সম্মান জানানো হবে।
কুশল গ্রুপের প্রধান নরেশ আগরওয়াল বলেন, ‘‌ম্যারাথনের মূল উদ্দেশ্য হল যুবক–যুবতীদের খেলাধূলার প্রতি উৎসাহ তৈরি করা ও প্রতিভা তুলে নিয়ে এসে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দেওয়া।’‌ শুক্রবার প্রেস ক্লাবে তিনি ছাড়াও হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার মোহনবাগানে খেলে যাওয়া হোসে র‌্যামিরেজ ব্যারেটো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!