- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২০, ২০২৪
রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ীদের, বাজারে দুশ্চিন্তার মেঘ

বাজারে সবজির অগ্নিমূল্য নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । এপ্রসঙ্গে চলতি মাসেই নবান্ন থেকে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আলু পেঁয়াজের অনিয়ন্ত্রিত মূল্য বৃদ্ধি ঘিরে ভিন রাজ্যে রফতানিতে ইতিমধ্যেই বিধি নিষেধ আরোপ করেছে প্রশাসন । সীমান্ত অঞ্চলে চলছে কড়া পুলিশি পাহাড়া । বাড়তি মুনাফার লোভে, হিমঘরের ভান্ডারের আলুও বাজারে আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ।
এরপর রাজ্যের বিভিন্ন বাজারে, সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অভিযান শুরু করেন টাস্ক ফোর্স, কৃষি বিপনন দফতর, জেলা আধিকারিক থেকে পুলিশ ।
সরকারি সেই চাপের মুখে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল রাজ্যের আলু ব্যবসায়ী সমিতি । শনিবার এই নিয়ে বাঁকুড়ায় এক বৈঠকে বসেছিলেন তারা । তারপরেই তারা সিদ্ধান্ত নেন, অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতিতে যাবেন । এই ঘোষণার পর থেকেই বাজারে ফের আলুর দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে ।
রবিবার থেকেই শুরু হবে আলু ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি । যদিও সরকারের সঙ্গে আলোচনা করে বিষয়টির নিস্পত্তি করে নিতে তারা প্রস্তুত । রাজ্য আলু ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছে, এবছর কথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আলুর ফলনে ।
অন্যদিকে ভিনরাজ্যে আলু রফতানিতে রাজ্য নিষেধাজ্ঞা জারি করায়, আগের বকেয়া আদায় নিয়েও তাদের উদ্বেগ আছে । তাঁদের বক্তব্য হিমঘরের সামানে প্রতি কুইন্টাল আলু বিক্রি হয় ২৩০০ টাকায়, সেই নিরিখে বাজারে আলুর দাম হওয়া উচিত কেজি প্রতি ২৩ টাকা । কিন্তু ৩৫ টাকা প্রতি কেজি বা তার থেকেও বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে আলু । মধ্যসত্ত্বভোগীদের অনৈতিক কারবারেই ভুগতে হচ্ছে ব্যবসায়ী এবং ক্রেতাকে । রাজ্যের সরকারকে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা দাবি জানিয়েছেন ।
❤ Support Us