শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
৯৪৫ দিন পর হংকংবাসী পেলেন মাস্ক মুক্তির স্বাদ।সরকারি নির্দেশ অনুযায়ী, বুধবার থেকে মাস্ক ছাড়া রাস্তাঘাটে চলতে পারবেন সাধারণ মানুষ। বছরের শুরুতে কোভিড সংক্রান্ত অনেক বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। কোভিড পরবর্তী পরিস্থিতি আপাতত স্থিতিশীল। তাই মাস্ক পরবার অপ্রয়োজনীয়তাকে স্বীকার করে নিল হংকং প্রশাসন।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে হংকং -এর চিফ এক্সকিউটিভ জন লি জানান, কোভিড সংক্রান্ত বিধি নিষেধের কারণে ব্যাপক আর্থিক ক্ষয় ক্ষতি হয়েছে। বর্তমানে তাদের পরিকল্পনা রয়েছে বহু বিনিয়োগকারী ও পর্যটকদের হংকংএ নিয়ে আসার। সুতরাং কোভিডের বিধিনিষেধ জোর করে বজায় রাখার এখন আর কোনো দরকার নেই। সেকারণে জানুয়ারি থেকে অতিমারীর সময়কার অনেক গুলো বিধি নিষেধ শিথিল করা হচ্ছিল। এবার তুলে নেওয়া হল মাস্ক বাধ্যতামূলকভাবে পরবার নির্দেশ।
২০২০ সালের ২৯ জুলাই থেকে জনপরিসরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল হংকং সরকার। মাস্ক না পরলে ১ হাজার ২৭৫ ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। যারা মাস্ক পরত না, তাদের কাছ থেকে জরিমানা আদায় করত দেশটির পুলিশ। যারা ব্যায়ামাগারে ব্যায়ামের জন্য যেতেন তাঁরাও ছাড় পেতেন না। মঙ্গলবারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর স্বছন্দে পথে-ঘাটে বিচরণ করতে পারবেন হংকং-এর সাধারণ মানুষ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34