Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৩

১০০০ দিন পর বে-নাকাব হংকং। অতিমারীর আর্থিক বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার পথে বাণিজ্য শহর

আরম্ভ ওয়েব ডেস্ক
১০০০ দিন পর বে-নাকাব হংকং। অতিমারীর আর্থিক বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার পথে বাণিজ্য শহর

৯৪৫ দিন পর হংকংবাসী পেলেন মাস্ক মুক্তির স্বাদ।সরকারি  নির্দেশ অনুযায়ী, বুধবার থেকে মাস্ক ছাড়া রাস্তাঘাটে চলতে পারবেন সাধারণ মানুষ। বছরের শুরুতে কোভিড সংক্রান্ত অনেক বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। কোভিড পরবর্তী পরিস্থিতি আপাতত স্থিতিশীল। তাই মাস্ক পরবার অপ্রয়োজনীয়তাকে স্বীকার করে নিল হংকং প্রশাসন।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে হংকং -এর চিফ এক্সকিউটিভ জন লি জানান, কোভিড সংক্রান্ত বিধি নিষেধের কারণে ব্যাপক আর্থিক ক্ষয় ক্ষতি হয়েছে। বর্তমানে তাদের পরিকল্পনা রয়েছে বহু বিনিয়োগকারী ও পর্যটকদের হংকংএ নিয়ে আসার। সুতরাং কোভিডের বিধিনিষেধ জোর করে বজায় রাখার এখন আর কোনো দরকার নেই। সেকারণে জানুয়ারি থেকে অতিমারীর সময়কার অনেক গুলো বিধি নিষেধ শিথিল করা হচ্ছিল। এবার তুলে নেওয়া হল মাস্ক বাধ্যতামূলকভাবে পরবার নির্দেশ।

২০২০ সালের ২৯ জুলাই থেকে জনপরিসরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল হংকং সরকার। মাস্ক না পরলে ১ হাজার ২৭৫ ডলার জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। যারা মাস্ক পরত না, তাদের কাছ থেকে জরিমানা আদায় করত দেশটির পুলিশ। যারা ব্যায়ামাগারে ব্যায়ামের জন্য যেতেন তাঁরাও ছাড় পেতেন না। মঙ্গলবারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর স্বছন্দে পথে-ঘাটে বিচরণ করতে পারবেন হংকং-এর সাধারণ মানুষ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!