Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৩, ২০২৪

রামমন্দিরে প্রবল ভিড়ের চাপ, মন্দিরের গেট বন্ধ করে দিতে হল প্রশাসনকে

আরম্ভ ওয়েব ডেস্ক
রামমন্দিরে প্রবল ভিড়ের চাপ, মন্দিরের গেট বন্ধ করে দিতে হল প্রশাসনকে

সর্বসাধারণের জন্য মঙ্গলবার অযোধ্যার রামমন্দিরের দরজা খোলার কয়েক ঘণ্টার মধ্যেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় রাজ্য এবং জেলা প্রশাসনকে। ভিড় এমন পর্যায় পৌঁছয় যে, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ভিড়ের চাপে বেশ কয়েক জন দর্শনার্থী অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতি সামাল দিতে শেষমেশ মন্দিরের দরজা বন্ধ করে দেন রামমন্দির কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স। এদিকে রামমন্দিরে ঢুকতে না পেরে অনেকেই মন্দিরের দরজার সামনে বসে পড়ে।

রামালালার মূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণপ্রতিষ্ঠা করার পর থেকেই রামমন্দিরের গেটে পুণ্যার্থীরা হাজির হতে শুরু করে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভিড়। মঙ্গলবার থেকে সাধারণ মানুষের জন্য রামমন্দির খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তাই দীর্ঘ প্রতীক্ষিত সেই রামমন্দির দর্শনে দেশের নানা প্রান্ত থেকে হাজির হন অগণিত পুণ্যার্থী।

সোমবার মাঝরাত থেকেই মন্দিরের গেটের সামনে লাইন পড়ে যায়। ব্যারিকেড তৈরি ছিল ভিড় নিয়ন্ত্রণে। তবে মঙ্গলবার ভোর হতেই ভিড়ের চাপে সেই ব্যারিকেড ভেঙে যায়। নিরাপত্তার বেষ্টনী ভেঙে উৎসুক জনতার ভিড় মন্দিরে ঢোকার চেষ্টা করতেই বিপত্তি বাধে। পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী নাজেহাল হয়ে যায়। ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টাও হয়।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন, দু’ভাগে মন্দির দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। রামলালার মূর্তি এবং মন্দির দর্শনে প্রথম দফায় সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দরজা খোলা রাখা হবে। দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলছে কিন্তু সেই ঠান্ডাকে উপেক্ষা করেই মন্দির দর্শনে সোমবার রাত ৩টে থেকে লাইনে দাঁড়ান পুণ্যার্থীরা। প্রথম দফাতে দর্শন সেরে ফেলতে ভিড়ের পরিমাণ আরও বাড়তে থাকে। নির্ধারিত সময়ে সেই জনজোয়ার আছড়ে পড়ে মন্দিরের গেটের সামনে। যে ভিড় সামলাতে নাজেহাল হতে হয় প্রশাসনকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!