- এই মুহূর্তে
- মার্চ ৫, ২০২২
ভয়ঙ্কর আগুনে ভস্মীভূত ট্যাংরার প্লাস্টিক কারখানা, উত্তেজনা গোটা এলাকায়
দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খায় দমকল।
প্রতীকী ছবি ।
শনিবার সকালেই ট্যাংরার প্লাস্টিক কারখানায় আগুন লাগে । দাউদাউ করে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা । মুহূর্তেই খবর দেওয়া হয় দমকলে ।প্রথমে তিনটি ও পরে চারটি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খায় দমকলবাহিনী ।
স্থানীয় সূত্রে খবর, আজ, সকালে ট্যাংরার প্লাস্টিক কারখানা থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। কারখানায় দাহ্য বস্তু থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।দমকল সূত্রে খবর, আগুন কিভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখানে দাহ্য বস্তুর উপস্থিতি মিলেছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই কারখানায় উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এই এলাকায় একাধিক প্লাস্টিক থেকে রাসায়নিকের কারখানা আছে। যাদের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক নয়। তাছাড়া দাহ্য বস্তু মজুত থাকায় প্রায়ই এখানে আগুন লেগে থাকে। এবারও তার ব্যতিক্রম হল না।
❤ Support Us