Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৫, ২০২৪

ভূমিধসে ভারত–চীন সীমান্তে অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকা বিচ্ছিন্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
ভূমিধসে ভারত–চীন সীমান্তে অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকা বিচ্ছিন্ন

ব্যাপক ভূমিধসের কারণে ভারত–চীন সীমান্তে অরুণাচল প্রদেশে দিবাং উপত্যকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের সৃষ্টি হয়েছে। ভূমিধসের কারণে হুনলি ও অনিনির মধ্যে সংযোগকারী ৩৩ নম্বর জাতীয় সড়কের ব্যপক ক্ষতি হয়েছে।
ভূমিধসের খবর পেয়েই এলাকায় ছুটে যান ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের  (এনএইচআইডিসিএল) কর্মীরা। তাঁরা দ্রুততার সঙ্গে জাতীয় সড়কের ক্ষতিগ্রস্থ অংশগুলি মেরামত করার জন্য কাজ শুরু করেছেন। জেলা প্রশাসন ভারী বৃষ্টিপাতের মধ্যে ভূমিধস প্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। বর্তমানে বিছিন্ন এলাকায় খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব নেই।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ভূমিধসের ঘটনার ভিডিও শেয়ার করে এক্স–এ লিখেছেন, ‘‌হুনলি এবং অনিনির মধ্যে মহাসড়কের ব্যাপক ক্ষতির কারণে যাত্রীদের অসুবিধার কথা জানতে পেরে আমি উদ্বিগ্ন। এই রাস্তাটি দিবাং উপত্যকাকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করেছে। তাই দ্রুততার সঙ্গে সড়ক সংযোগ করার জন্য নির্দেশ জারি করা হয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!