- দে । শ
- ডিসেম্বর ১৯, ২০২৩
রাম মন্দির উদ্বোধনের দিনই সাম্প্রদায়িকতা বিরোধী মহামিছিল মহানগরে। থাকছেন মেধা থেকে মহুয়া, সমর্থন অমর্ত্যের
২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির কাছে বড় ইস্যু হতে চলেছে রামমন্দির উদ্বোধন। ধর্মীয় উসকানি ছড়িয়ে বিজেপি যখন চাইছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে, তেমনই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির মুখোশ খুলে দিতে চাইছে বিজেপি বিরোধী শক্তি। আর তাই যখন আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ঠিক একই দিনে অর্থাৎ ২২ জানুয়ারী রাম মন্দির নিয়ে রাজনীতির প্রতিবাদে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতায়। বুদ্ধিজীবীদের একাংশ ও নাগরিক সংগঠন সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী মহামিছিল ও সম্মেলনের ডাক দিয়েছে বলে জানা যাচ্ছে। রাম মন্দির নিয়ে দেশজুড়ে যে রাজনীতি হচ্ছে তার প্রতিবাদে ২২ জানুয়ারি মহামিছিল হবে ওয়েলিংটন স্কোয়ার থেকে নেতাজি ইনডোর স্টেডিয়াম পর্যন্ত।
বিজেপির ধর্ম ও রাজনীতি মিলিয়ে দেওয়ার বিরুদ্ধে আগামী ২২ থেকে ২৫ জানুয়ারি তিনদিনব্যাপী চলবে কলকাতায় ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সম্মেলন হতে চলেছে। ছোট বড় মিলিয়ে প্রায় ১০০ টি সংগঠন এই সম্মেলনে যোগ দেবে। এই ফ্যাসিবাদ বিরোধী সম্মেলনের উদ্যোক্তাদের দাবি, বিজেপি যখন সাম্প্রদায়িক বিভাজনের কথা বলবে, আমরা তখন আমাদের ফ্যাসিবাদ বিরোধী মহা সমাবেশকে সামানে রেখে মানুষের ঐক্যের কথা বলব। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে প্রচার অভিযান। শুধু কলকাতা ও সংলগ্ন এলাকায় নয়, উত্তরবঙ্গেও কর্মসূচি হবে বলে জানা গিয়েছে।
উদ্যোক্তাদের দাবি, বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট মানুষ উপস্থিত থাকবেন এই সম্মেলনে। ইতিমধ্যেই অমর্ত্য সেন এই উদ্যোগের প্রতি তাঁর সমর্থন জ্ঞাপন করেছেন। তবে তিনি অসুস্থ থাকায় কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। সমাজকর্মী মেধা পাটেকর, রাজনৈতিক মহুয়া মৈত্র-সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি এই মিছিল ও সম্মেলনে উপস্থিতি থাকবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। কর্মসূচির কনভেনার ছোটন দাস বলছেন, সারা দেশজুড়ে বিরোধী কণ্ঠস্বরকে রোধ করার অপচেষ্টা চলছে। আমরা ভারতে বিভাজন নয়, ঐক্য চাই। ছোটন দাসের বক্তব্যে সমর্থন জানিয়ে বাসুদেব বসু বলছেন, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ২২ তারিখ একদিকে যখন মোদি খালি পায়ে হাঁটবেন, সেই সময় কলকাতায় সম্প্রদায়িক ঐতিহ্য অক্ষুন্ন রাখার জন্য মহা মিছিল হবে।
❤ Support Us