- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩, ২০২৪
টিকিটের তীব্র হাহাকার, তুমুল কালোবাজারী, আইএসএল ফাইনাল ঘিরে উত্তেজনা চরমে

শনিবার আইএসএল ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মু্ম্বই সিটি এফসি ও মোহনবাগান সুপার জায়ান্টস। লিগ শিল্ড জেতার পর মোহনবাগানের সামনে সুযোগ আইএসএলে চ্যাম্পিয়ন হয়ে ‘ডাবল’ করার। অন্যদিকে, মুম্বই সিটি এফসি–র লক্ষ্য সপ্তাহখানেক আগে যুবভারতীতে মোহনবাগানের কাছে হারের প্রতিশোধ নেওয়া। কারণ, ওই ম্যাচে হেরেই লিগ শিল্ড জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল মুম্বইয়ের।
আইএসএল ফাইনালের টিকিট নিয়ে শুরু হয়েছে তীব্র হাহাকার। অনলাইনে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে নিঃশেষিত। ক্লাব কর্তাদের কাছে টিকিটের জন্য আব্দার। সদস্যদের জন্য মোহবাগান ক্লাবের পক্ষ থেকে ২০০ টাকা মূল্যের টিকিট দেওয়া হয়েছিল। তাও নিঃশেষিত। শুক্রবার সকাল থেকেই ময়দান চত্ত্বরে টিকিটের কালোবাজারী। ৫০০ টাকার টিকিট ১০০০ টাকায় বিকোচ্ছে। সাম্প্রতিককালে আইএসএল ফাইনাল নিয়ে এরকম উন্মাদনা দেখা যায়নি। গতবছর গোয়াতে মোহনবাগান–বেঙ্গালুরু ম্যাচে স্টেডিয়ামের অর্ধেক আসনও ভরেনি। শনিবার ৬২ হাজারের যুবভারতী ছাপিয়ে যাবে।
শনিবার মোহনবাগান ছাড়াও মুম্বই শিবিরের প্রবল প্রতিপক্ষ যুবভারতীর দর্শক। ভর্তি গ্যালারির সামনে খেলাটা বাড়তি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন মুম্বই সিটি এফসি কোচ পিটার কার্টলে। তিনি বলেন, ‘দর্শক সমর্থন কোনও বাড়তি সমস্যা হবে না। বরং আমাদের কাছে এটা বাড়তি মোটিভেশন।’ ঘরের মাঠে দর্শক সমর্থন অবশ্য মোহনবাগানের মনোবল বাড়াবে। এদিকে, আইএসএল ফাইনালে পুরস্কার দিতে আসার কথা নীতা আম্বানির।
প্রতিশোধের জন্য মুম্বই সিটি এফসি মরিয়া। সেই কথাই শোনা গেছে মুম্বই কোচ পিটার কার্টলের মুখে। কিছুদিন আগে যুবভারতীতে মোহনবাগানের কাছে পরাজয় মুম্বই শিবিরের কাছে অতীত। সেই অতীত ভুলে শনিবার নতুন করে ঝাঁপাতে চাইছে মুম্বই শিবির। মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগের দিন মুম্বই কোচ পিটার কার্টলে বলেন, ‘লিগ শিল্ড হাতছাড়া করেও আমরা কিন্তু দারুণভাবে ফিরে এসেছি। সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকেও ৩ গোল করে জয় তুলে নিয়েছি। শনিবার নতুন ম্যাচ। মোহনবাগানকে কিন্তু সহজে জিততে দেব না। আমরা জিতেই মাঠ ছাড়ব।’
❤ Support Us