- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৫, ২০২৪
জাকানির শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে ইউরোর শেষ ষোলোয় ইতালি

ম্যাচ শেষ হতে ১ মিনিট বাকি। ১–০ ব্যবধানে এগিয়ে ক্রোয়েশিয়া। নক আউটের টিকিট প্রায় হাতের মুঠোয়। ম্যাচ শেষের বাঁশি বাজার অপেক্ষায় রিজার্ভ বেঞ্চে অপেক্ষায় ক্রোটরা। শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন ইতালির। ম্যাচে ইনজুরি সময়ের ৮ মিনিটে দুরন্ত গোল পরিবর্ত হিসেবে মাঠে নামা মাতিয়া জাকানির। তাঁর গোলেরই মান বাঁচাল ইতালি। ক্রোয়েশিয়ার সঙ্গে ১–১ গোলে ড্র করে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে ইউরো কাপের নকআউটে পৌঁছল আজুরিরা। গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে স্পেনও। আর তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়ার শেষ ষোলোর সম্ভাবনা কার্যত শেষ।
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পয়েন্ট না পেলে ইউরো কাপের শেষ ষোলোয় ওঠা কঠিন হয়ে যেত ইতালির। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রক্ষণাত্মক ফুটবলের দিকে ঝঁুকেছিল ইতালি। প্রথমার্ধে ক্রোয়েশিয়ার দাপট ছিল বেশি। যদিও প্রথমার্ধে গোল তুলে নিতে পারেননি মদরিচরা। ম্যাচের ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ক্রোয়েশিয়ার সামনে। ক্রামারিচের শট বক্সের মধ্যে ডাভিডে ফ্রাত্তেসির হাতে লাগলে পেনাল্টি পায় ক্রোয়েশিয়া। মদরিচের শট ডান দিকে ঝাঁপিয়ে বাঁচান ইতালি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ফিরতি বল ফ্লিক করেছিলেন আন্তে বুদিমির। অবিশ্বাস্যভাবে আবার বাঁচান দোনারুম্মা। দোন্নারুম্মার আংশিক প্রতিহত করা বল চলে যায় মদরিচের কাছে। বাঁপায়ের জোরালো শটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন মদরিচ।
পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ইতালি। ৮১ মিনিটে মাত্তেয়ো ডারমিয়ানের জায়গায় মাত্তিয়া জাকানিকে নামান ইতালি কোচ লুসিয়ানো। ইনজুরি সময়ের শেষ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে দুরন্ত কার্লিং শটে সমতা ফেরান। মান বাঁচে গতবারের চ্যাম্পিয়ন ইতালির। ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইতালি আছে দ্বিতীয় স্থানে। তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। ক্রোয়েশিয়ার পয়েন্ট ২, আলবেনিয়ার ১।
এদিন, আলবেনিয়াকে ১–০ ব্যবধানে হারিয়েছে স্পেন। শেষ ষোলোর টিকিট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় আলবেনিয়ার বিরুদ্ধে ১০ জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন স্পেনের কোচ দে লা ফুয়েতে। তাতেও জয় আটকায়নি। রীতিমতো দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে স্পেন। ম্যাচের ১৩ মিনিটে একমাত্র গোলটি করেন ফেরান তোরেস।
❤ Support Us