Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৪, ২০২৪

জনসমর্থন হারালো বহুজন

আরম্ভ ওয়েব ডেস্ক
জনসমর্থন হারালো বহুজন

উত্তরপ্রদেশের রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী ও চারবারের মুখ্যমন্ত্রী মায়াবতী। এবছর লোকসভা নির্বাচনে একটা আসনও পায়নি বিএসপি। অথচ ৯০ দশকে মায়াবতীর দলই ছিল উত্তর প্রদেশের চালিকাশক্তি।

১৯৯৫ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্শিতে বসেন দলিতনেত্রী মায়াবতী। এরপর ১৯৯৭, ২০০২ এবং ২০০৭ সালেও নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন। এক সময় সাংসদও ছিলেন। কিন্তু এবছর লোকসভা নির্বাচনে তাঁর দল এককভাবে ৮০টি আসনে লড়াই করে একটা আসনেও জয় ছিনিয়ে নিতে পারেনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে জোট গড়েন মায়াবতী। ওই বছর লোকসভা নির্বাচনে দশটি আসন জিতে উত্তরপ্রদেশের রাজনীতিতে নিজের প্রভাব জাহির করেছিলেন। কিন্তু এবছর কোনও জোটে সামিল হয়নি বিএসপি। ইন্ডিয়া জোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মায়াবতী। বহুজন সমাজবাদী পার্টিকে বলা হত বিজেপি-র বি টিম। কিন্তু একসময় দলিতদের দল হিসেবে পরিচিত এই বহুজন সমাজবাদী পার্টি সুনাম একেবারেই ধরে রাখতে পারেনি।

কেন এই হাল বহুজন সমাজবাদী পার্টির? লোকসভা ভোটের গণনার প্রবণতা অনুসারে দেখা গেছে উত্তরপ্রদেশের দলিত ভোট ইন্ডিয়া জোটে চলে গেছে। ফলে রাজ্যে ৮০টি লোকসভা আসনের মধ্যে অর্ধেক দখল করতে সক্ষম হয়েছে ইন্ডিয়া জোট। উত্তরপ্রদেশে ২০ শতাংশেরও বেশি দলিত ভোট রয়েছে সেই ভোটের কিছু অংশ চন্দ্রশেখর আজাদের দিকেও গেছে। শুধু দলিত ভোটেই ভাঙন নয়, উত্তরপ্রদেশে বিএসপি-র ভরাডুবির আরও কারণ রয়েছে। নির্বাচনের আগে ১০ জন সাংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি ও সমাজবাদী পার্টিতে যোগ দেন। ফলে একেবারে পঙ্গু হয়ে যায় বিএসপি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!