Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২, ২০২৪

এমবাপেরা ব্যর্থ, পিএসজি–র চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে কাঁটা ছড়াল ডর্টমুন্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
এমবাপেরা ব্যর্থ, পিএসজি–র চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে কাঁটা ছড়াল ডর্টমুন্ড

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালে ঘরের মাঠে রিয়েল মাদ্রিদের কাছে আটকে গিয়ে চাপে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্য সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে জার্মানির আর এক দল বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু পিএসজি–র বিরুদ্ধে জয় তুলে নিয়ে ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল। ঘরে মাঠে পিএসজি–কে ১–০ ব্যবধানে হারিয়েছে ডটমুন্ড। ম্যাচের অধিকাংশ সময় নিরঙ্কুশ প্রাধান্য রেখেও হারতে হল পিএসজি–কে। উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপেদের ব্যর্থতাতেই হার পিএসজি–র।
ম্যাচের শুরু থেকে বলের দখল বেশি ছিল পিএসজি–র। একের পর এক আক্রমণ তুলেও নিয়ে আসে ডর্টমুন্ড রক্ষণে। প্রথমার্ধেই দু’‌দুটি সহজ সুযোগ নষ্ট করেন উসমান ডেম্বেলে। বক্সের মধ্যে সুবিধাজনক জায়গা থেকে তিনি বাইরে মারেন। কিলিয়ান এমবাপেও সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের ওপর নিয়ন্ত্রণ না থাকলেও ডর্টমুন্ড কিন্তু পাঁচবার পিএসজি গোল লক্ষ্য করে শট নিয়েছিল। ১৪ মিনিটে মার্সেল স্যাবিৎজারের শট পিএসজি গোলকিপার জিয়ানলুইজি ডোন্নারুম্মা বাঁচিয়ে দলের পতন রোধ করেন।
তবে ৩৬ মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি ডোন্নারুম্মা। নিকো শ্লটারবেক নিজেদের অর্ধ থেকে বল ভাসিয়ে দেন পিএসজি অর্ধে। সেই বল নিয়ন্ত্রণে নিয়ে এসে বাঁ পায়ের জোরালো শটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফুলক্রুগ। ৪৪ মিনিটে খেলার গতির বিরুদ্ধে আবার গোলের সুযোগ এসেছিল ডর্টমুন্ডের সামনে। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে স্যাবিৎজারকে আটকে দেন ডোন্নারুম্মা।
বিরতির পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৫১ মিনিটে সমতা ফিরতে পারত। প্রথমে কিলিয়ান এমবাপে ও পরে আশরাফ হাকিমির শট পোস্টে লেগে ফিরে আসে। ৬০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ফুলক্রুগের সামনে। জোদান সানচোর বাড়ানো বল ফাঁকা গোল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে দেন। ৮১ মিনিটে পিএসজি–র ডেম্বেলেও একইভাবে সুযোগ নষ্ট করেন। ফাইনালে যেতে গেলে পরের পর্বে ঘরের মাঠে ২ গোলের ব্যবধানে জিততে হবে পিএসজি–কে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!