Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১৭, ২০২৪

‌এমবাপের জোড়া গোল, বার্সিলোনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌এমবাপের জোড়া গোল, বার্সিলোনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি

পার্ক দ্য প্রিন্সেসে প্রথম পর্বের ম্যাচে ৩–২ ব্যবধানে জিতে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে ছিল বার্সিলোনা। ঘরের মাঠে ড্র করলে কিংবা ৩–১ ব্যবধানে হারলেও সেমিফাইনালে পৌঁছে যেত। কিন্তু বিপক্ষে যে কিলিয়ান এমবাপের মতো ফুটবলার রয়েছেন। ম্যাচের ৮৯ মিনিটে দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করে পিএসজি–কে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুললেন এমবাপে। দ্বিতীয় পর্বের ম্যাচে পিএসজি–র জয় ৪–১ ব্যবধানে। দুই পর্ব মিলিয়ে পিএসজি জিতেছে ৬–৪ ব্যবধানে।
এদিন ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রন ছিল বার্সিলোনার হাতে। ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়েও যায়। প্রথম পর্বের ম্যাচে জোড়া গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। দুই পর্ব মিলিয়ে ৪–২ ব্যবধানে এগিয়ে যাওয়ায় মনে হচ্ছিল বার্সিলোনার সেমিফাইনালে ওঠা শুধু সময়ের অপেক্ষা। ২৯ মিনিটে রোনাল্ডো আরাউহো লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর সমস্যায় পড়ে বার্সিলোনা।
বিপক্ষ ১০ জন হয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় পিএসজি। ৪০ মিনিটে সমতা ফেরান চলতি মরশুমেই বার্সা ছেড়ে পিএসজি–তে যোগ দেওয়া উসমান ডেম্বেলে। ৫৪ মিনিটে ভিতিনিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর পেনাল্টি থেকে পিএসজি–র হয়ে ব্যবধান বাড়ান এমবাপে। ৭৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল বার্সা তারকা রবার্ট লেওয়ানডস্কির কাছে। কাজে লাগাতে পারেননি। অবশেষে ৮৯ মিনিটে এমবাপের সেই কাঙ্খিত গোল। যা পিএসজি–কে তুলে নিয়ে যায় সেমিফাইনালে।
অন্য কোয়ার্টার ফাইনালে, অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪–২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম পর্বের ম্যাচে ২–১ ব্যবধানে হেরেছিল তারা। দুই পর্ব মিলিয়ে মিলিয়ে ডর্টমুন্ডের পক্ষে খেলার ফল ৫–৪। ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফেলার ছাড়পত্র পেল জার্মানির এই ক্লাব। সেমিফাইনালে তারা খেলতে পিএসজি–র বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!