- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ১৩, ২০২৩
সাতসকালে জয়নগরে দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল নেতা
জয়নগরে সোমবার সাতসকালে খুন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর । ৪৩ বছরের এই তৃণমূল নেতা স্থানীয় বামুনগাছি গ্রামের পঞ্চায়েত সদস্য ছিলেন। সোমবার ভোরে মসজিদে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাঁকে গুলিবিদ্ধ করে। ওই অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সইফুদ্দিন লস্কর এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্বপ্রাপ্ত ছিলেন। সইফুদ্দিনর স্ত্রী বামগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টা নাগাদ মসজিদে নমাজ পড়তে যাচ্ছিলেন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর কাঁধে গুলি লাগে, তিনি অতর্কিত এই হামলায় রাস্তায় লুটিয়ে পড়েন।
এদিকে ভোরবেলা হঠাৎ গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন সইফুদ্দিন, সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় মানুষেরাই জয়নগর ১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে বারুইপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এদিকে এই খুনের ঘটনায় মৃতের বাবা ইলিয়াস লস্কর সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, “আমার ছেলের সঙ্গে কারও কোনও শত্রুতা নেই। কারও কোনও ক্ষতি সে করেনি। অঞ্চল দখল করার জন্য বিরোধীরা চক্রান্ত করে এই ঘটনা ঘটাল। সিপিএম এর সঙ্গে জড়িত আছে।”
এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ায় বামুনগাছি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দার সইফুদ্দিনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুতে যান। তিনি বলেন, “নমাজ পড়তে গিয়ে যে সইফুদ্দিন এ ভাবে খুন হবে, আমরা ভাবিনি। ও এলাকায় জনপ্রিয় ছিল। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করত। গরিব মানুষের জন্য অনেক কাজ করেছে। ওর কোনও শত্রু আছে বলে আমার জানা নেই। কারা কেন এই কাজ করল, জানি না। যারা করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।”
এই ঘুনের ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ আছে এই দাবি করে বিভাস সর্দার বলেন, “রাজনীতিতে যারা দেউলিয়া হয়ে গিয়েছে, তারাই এখন তৃণমূল নেতাদের টার্গেট করেছে। এর প্রতিকার হওয়া দরকার। এই ঘটনায় অবশ্যই রাজনীতির যোগ আছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। বিরোধীদের ওই এলাকায় কোনও অস্তিত্ব নেই। তাই তারা এভাবে ক্ষমতা দখলের চেষ্টা করছে।”
❤ Support Us