- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ১৩, ২০২৪
প্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মেরি কম, উঠছে প্রশ্ন

প্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কিংবদন্তি বক্সার মেরি কম। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। শুক্রবারই তাঁর সিদ্ধান্তের কথা ভারতীয় অলিম্পিক সংস্থাকে জানিয়ে দিয়েছেন।
২১ মার্চ প্যারিস অলিম্পিকে শেফ দ্য মিশন হিসেবে মেরি কমের নাম ঘোষণা করেছিল ভারতীয় অলিম্পিক সংস্থা। দায়িত্ব পাওয়ার পর মেরি কম জানিয়েছিলেন, তিনি আপ্লুত ও গর্বিত। ভারতীয় অলিম্পিক সংস্থা চেয়েছিল, অলিম্পিকে মেরি কমের অভিজ্ঞতা কাজে লাগাতে। তিনি শেফ দ্য মিশনের দায়িত্বে থাকলে আথলিটরা উদ্বুদ্ধ হবেন। দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে মেরি কম বলেন, “প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে পিছিয়ে আসা যথেষ্ট বিব্রতকর। কিন্তু আমার কাছে এছাড়া কোনও বিকল্প রাস্তা খোলা ছিল না। এবার অলিম্পিকে অনেক প্রত্যাশা ছিল। ক্রীড়াবিদদের নিয়ে অনেক আশা ছিল। ওদের সঙ্গে আমি অলিম্পিকে থাকতে পারব না। খুবই খারাপ লাগছে।”
মেরি কমের সরে দাঁড়ানো প্রসঙ্গে আইওএ সভাপতি পিটি ঊষা বলেন, ”লন্ডন অলিম্পিকে পদকজয়ী মেরি কমকে শেফ দ্য মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্যক্তিগত সমস্যার কারণে মেরি সরে দাঁড়িয়েছে। বিষয়টা আমাদের কাছে দুঃখের। তবু আমরা মেরি কমের এই সিদ্ধান্তকে সম্মান করছি। সংস্থার বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করে দ্রুতই নতুন শেফ দ্য মিশনের নাম ঘোষণা করব।”
কেন মেরি কম দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই এর মধ্যে ভারতীয় অলিম্পিক সংস্থার অভ্যন্তরীণ রাজনীতির গন্ধ পাচ্ছেন। ডেপুটি শেফ দ্য মিশন হিসেবে ঘোষণা করা হয়েছে শিবা কেশবনের নাম। ২১ মার্চ দুজনের নাম ঘোষণা করে আইওএ-র পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছিল, খেলাধুলার প্রতি মেরি কমের নিজেকে উৎসর্গ করা ও অনুপ্রেরণামূলক পারফরমেন্স অলিম্পিকে দেশের ক্রীড়াবিদদের উদ্দীপ্ত করবে।
❤ Support Us