Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৩০, ২০২৪

‌সাকিবের জায়গায় মেহিদি হাসানের ওপর ভরসা বাংলাদেশের, ভারতের নেতৃত্বে সূর্যকুমার

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সাকিবের জায়গায় মেহিদি হাসানের ওপর ভরসা বাংলাদেশের, ভারতের নেতৃত্বে সূর্যকুমার

বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য শনিবারই ঘোষিত হয়েছে ভারতীয় দল। প্রথম সারির অধিকাংশ তারকাকেই বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য পূর্ণশক্তি নিয়েই নামছে। টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাকিব আল হাসান। তাঁর জায়গায় মেহিদি হাসান মিরাজের ওপর ভরসা রেখেছেন বাংলাদেশের নির্বাচকরা। উল্লেখযোগ্যদের মধ্যে সুযোগ পাননি সৌম্য সরকার। দলে রয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ।
সাকিব আল হাসান অবসর নেওয়ায় বাংলাদেশ দলে অলরাউন্ডারের শূন্যতা দেখা দিয়েছে। মেহিদি হাসান মিরাজকে দিয়ে সাকিবের অভাব পূরণ করতে চাইছেন বাংলাদেশ নির্বাচকরা। বোলিংয়ের পাশাপাশি মিরাজের ব্যাটিংয়ের হাতও যথেষ্ট ভাল। টেস্ট ও একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই নিজেকে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে মেলে ধরেছেন মেহিদি হাসান মিরাজ। এবার টি২০ ক্রিকেটে পালা। ১ বছরের বেশি সময় দেশের হয়ে টি২০ ম্যাচ খেলেননি মিরাজ। এবছর টি২০ বিশ্বকাপেও সুযোগ পাননি। তবে বিশ্বকাপ খেলা সৌম্য সরকার দল থেকে বাদ পড়েছেন। আবার দলে ডাক পেলেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
ছন্দে থাকায় দলে সুযোগ পেয়েছেন পারভেজ। আর বাঁহাতি স্পিনার তনবীর ইসলামের চোট থাকায় দলে নেওয়া হয়েছে রাকিবুলকে। মাহমুদুল্লাহকেও সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচকরা মনে করছেন তরুণ ব্রিগেডের সঙ্গে মাহমুদুল্লাহর অভিজ্ঞতা জরুরি। দলে সুযোগ পেয়েছেন:‌ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, লিটন দাস, জাকের আলি, মেহিদি হাসান মিরাজ, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।‌
অন্যদিকে, হার্দিক পান্ডিয়া দলে থাকা সত্ত্বেও বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতের নেতৃত্বে সূর্যকুমার। দীর্ঘদিন পর দলে ফেরানো হল লেগস্পিনার বরুণ চক্রবর্তীকে। সুযোগ পেয়েছেন তরুণ জোরে বোলার মায়াঙ্ক যাদবও। বিশ্রাম দেওয়া হয়েছে শুভমান গিল, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের। সুযোগ পাননি ধ্রুব জুরেলও। উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন জিতেশ শর্মা। দলে নতুন মুখ নীতীশ কুমার রেড্ডি।
ভারতের ঘোষিত দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলি হবে, ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!