Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৩

মেহরৌলিতে উচ্ছেদ। মানবিক কেজরিওয়াল প্রশাসন। আক্রান্ত মানুষকে সহায়তার প্রস্তাবে সম্মতি মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
মেহরৌলিতে উচ্ছেদ। মানবিক কেজরিওয়াল প্রশাসন। আক্রান্ত মানুষকে সহায়তার প্রস্তাবে সম্মতি মুখ্যমন্ত্রীর

মেহরৌলির প্রত্নতাত্ত্ব্বিক উদ্যানে খনন কার্য চালাচ্ছে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ। ফলে গৃহহীন হয়ে পড়েছেন শত শত সাধারণ মানুষ। ছিন্নমূল মানুষের সহায়তায় এগিয়ে এল কেজরিওয়াল সরকার। বাস্তুচ্যুত মানুষদের জন্য পৃথক আশ্রয় শিবির ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করছে প্রশাসন।

মেহরৌলির প্রত্নতাত্তিক উদ্যান ও লাদা সরাই গ্রামের মধ্যে সীমানা চিহ্নিতকরণ নিয়ে দীর্ঘ দিন ধরেই সমস্যা চলে আসছিল। পরিস্থিতি মোকাবিলায় গভর্নর ভিকে সাক্সেনা কয়েকদিন আগে নির্দেশ দিয়েছিলেন, বিতর্কিত এলাকায় বাড়িগুলো ভেঙ্গে ফেলবার। সে নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয় দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ। ৯ তারিখ থেকে শুরু করে তাদের খনন কার্য। ভেঙ্গে ফেলা হয় একাধিক বাড়ি। অকস্মাৎ আশ্রয়হীন হয়ে পড়েন একাধিক মানুষ।

দিল্লির সরকার এই উচ্ছেদ অভিযানের বরাবর বিরোধিতা করে এসেছে। রাজস্ব মন্ত্রী কৈলাশ গেহলত জানিয়েছিলেন বিতর্কিত এলাকায় নতুন করে সীমানা চিহ্নিতকরণ করা হোক। জেলা শাসকেকেও নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সে পথে হাঁটেনি ডিডিএ। মুখ্যমন্ত্রীকে গতকালই অনুরোধ জানিয়েছিলেন তিনি। আজ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, অসহায় আশ্রয়হীন পরিবারগুলোর পাশে দাঁড়াবে তাঁর সরকার। ওষুধ, কম্বল, খাদ্য, তাঁবুর সরবরাহ করা হবে ছিন্নমূল মানুষদের। মুখ্যমন্ত্রীর দ্রুত ইতিবাচক এই প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন রাজস্বমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!